Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 30:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তুমিই হরণ করেছ আমার শোকতাপ, দুঃখের বদলে দিয়েছ আমায় নৃত্যের ছন্দ, বিষাদের বসন খুলে সাজিয়েছ আনন্দের সাজে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তুমি আমার মাতম নৃত্যে পরিণত করেছ; তুমি আমার শোকের চট খুলে আমাকে আনন্দের পোশাক পরিয়েছ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করেছ; আমার চট খুলে আমাকে আনন্দ দিয়ে আবৃত করেছ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করিয়াছ; তুমি আমার চট খুলিয়া আমাকে আনন্দ পটুকায় বদ্ধকটি করিয়াছ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আমি প্রার্থনা করেছিলাম এবং আপনি আমায় সাহায্য করেছেন! আপনি আমার কান্নাকে নৃত্যে পরিণত করেছেন। আপনি আমায় চটের বস্ত্র সরিয়ে দিয়ে আনন্দ দিয়ে ঢেকে দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তুমি আমার শোককে নাচে পরিণত করেছ; তুমি আমার চটের বস্ত্র খুলে দিয়ে আনন্দে সাজিয়েছ।

অধ্যায় দেখুন কপি




গীত 30:11
28 ক্রস রেফারেন্স  

আমার আমি তোমাকে গড়ে তুলব, আবার তুমি তম্বুরা হাতে তুলে নেবে, নৃত্যপরা হয়ে উঠবে আনন্দ হিল্লোলে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর মৃত্যুকে ধ্বংস করবেন চিরতরে।! তিনি মুছে দেবেন সকলের চোখের জল পৃথিবীর বুক থেকে মুছে দেবেন আপন প্রজাদের দুর্নাম। প্রভু পরমেশ্বর স্বয়ং এ কথা বলেছেন।


আছে হাসি-কান্নার কাল, শোক, দুঃখ ও নৃত্যগীতের কাল।


তুমি আমাদের ঈশ্বর! ওদের তুমি দণ্ড দাও। এই বিশাল সৈন্যবাহিনীর আক্রমণের সামনে আমরা একান্ত অসহায়! এই অবস্থায় আমরা জানি না আমরা কী করব! আমরা শুধু তোমারই সাহায্যের আশায় তোমার দিকে চেয়ে আছি।


তারা তাঁর নামের প্রশস্তি করুক নৃত্যের তালে তালে, খঞ্জনী ও বীণার ঝঙ্কারে করুক তাঁর স্তুতিগান।


খঞ্জনী বাজিয়ে নৃত্যের তালে তাঁর প্রশস্তি কর, তারযন্ত্র ও বাঁশীর সুরে তাঁর প্রশস্তি কর।


কিন্তু তার বাবা ভৃত্যদের ডেকে বললেন, শিগ্‌গির সবচেয়ে ভালো পোষাকটি এনে একে পরিয়ে দাও, এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও।


তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী কিন্তু অনুগ্রহ তাঁর জীবনব্যাপী। নিশীথের অশ্রুধারা থাকে ক্ষণকাল মুছে যায় প্রভাতের আনন্দ সঙ্গীতে।


দাউদের কোমরে শুধুমাত্র একটি রেশমী এফোদ জড়ান ছিল। প্রভু পরমেশ্বরের গৌরবের জন্য তিনি সমস্ত শক্তি উজাড় করে মহা উল্লাসে ঘুরে ঘুরে নাচতে লাগলেন।


তিনি মুছিয়ে দেবেন অশ্রুধারা। থাকবে না আর মৃত্যুর অস্তিত্ব। শোক, আর্তনাদ, আর থাকবে না। পুরাতন সব কিছুই হয়েছে বিলীন।”


সিয়োনের শোকার্ত মানুষের কাছে, দুঃখ নয়, সাজাতে আনন্দের উপচার কন্ঠে পরাতে মহানন্দের পুষ্পমাল্য, আর্তনাদ নয়, সাজাতে স্তবের অর্ঘ্য তিনি প্রেরণ করেছেন আমায়। তারা হবে স্বয়ং প্রভু পরমেশ্বরের আপন হাতে রোপিত বৃক্ষের মত। তাদের সকল কর্ম হবে ন্যায্য তাদের কর্মে মহিমান্বিত হবেন ঈশ্বর।


ফসল ও দ্রাক্ষারসের প্রাচুর্যে ওদের যে আনন্দ তার চেয়েও মহত্তর আনন্দে তুমি পূর্ণ করেছ আমার হৃদয়।


সত্যিই আমি তোমাদের বলছি, তোমরা শোকাকুল হবে কিন্তু জগত হবে উৎফুল্ল। তোমরা শোকার্ত হবে ঠিকই কিন্তু তোমাদের শোক পরিণত হবে আনন্দে।


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


এ কথা জেনে যে, যদি কোন বিপর্যয়–যেমন যুদ্ধ, মহামারী বা দুর্ভিক্ষ শাস্তিস্বরূপ তাদের উপরে নেমে আসে, তাহলে তুমি যেখানে পূজিত হও সেই মন্দিরের সামনে এসে তারা দাঁড়াতে পারবে। তাদের বিপদের দিনে তারা তোমার কাছে প্রার্থনা করতে পারবে এবং তুমি তাদের প্রার্থনা শুনবে, উদ্ধার করবে তাদের।


শক্তিশালী জাতিবৃন্দ গাইবে তোমার প্রশংসাগান হিংস্র নিষ্ঠুর জাতিবৃন্দের অধ্যুষিত নগর জনপদে তুমি হবে তাদের ভীতির কারণ।


কারণ এই দুটি দিনে ইহুদীরা তাদের শত্রুদের নিধন করেছিল। এই মাসটিকে দুঃখ এবং হতাশার পরিবর্তে আনন্দ এবং সুখের মাসে পরিণত করা হয়েছিল। এই দিনগুলিকে তাদের ভোজ এবং নিমন্ত্রণের দিন হিসাবে পালন করার এবং উপহার স্বরূপ পরস্পর খাদ্য বিনিময় করার ও দরিদ্রদের খাদ্য বিতরণ করার আদেশ দেওয়া হয়েছিল।


নহিমিয় বললেন, তোমরা যাও, উত্তম খাদ্য ও সুমিষ্ট পানীয় উপভোগ কর, আর যারা কিছুই জোগাড় করতে পারেনি তাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দাও। এই দিনটি আমাদের প্রবু পরমেশ্বরের কাছে পবিত্র, তোমরা দুঃখ করো না কারণ ঈশ্বরের দেওয়া আনন্দই তোমাদের শক্তি।


ইসরায়েল তখন বললেন, আমার পুত্র যোষেফ যে এখনও বেঁচে আছে তা-ই যথেষ্ট। মৃত্যুর আগে আমি আবশ্যই গিয়ে তাকে দেখব।


কিন্তু কোনমতেই তাঁকে শান্ত করা গেল না। তিনি বললেন, আমি কেঁদে কেঁদে আমার পুত্রের কাছে পরলোকে চলে যাব। এ ভাবেই যোষেফের বাবা তার জন্য শোকে অভিভূত হয়ে রইলেন।


এই সংবাদে যিহোশাফট অত্যন্ত ভীত হয়ে পড়লেন এবং পরিচালনা দানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। তারপর সারা দেশে সকলকে উপবাস পালন করার নির্দেশ ঘোষণা করলেন।


হে প্রভু, শ্রবণ কর আমার আহ্বান, কৃপা কর আমায়, সাড়া দাও আমার ডাকে।


যিহোয়াখিনকে বন্দীর পোষাক পরিত্যাগ করতে অনুমতি দেওয়া হল এবং বাকী জীবন তাঁকে রাজার সঙ্গে ভোজন করার অধিকার দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন