Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 30:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 হে প্রভু পরমেশ্বর, দয়া কর আমায় শোন আমার কথা! তুমি হও আমার পরম সহায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 শোন, হে মাবুদ, আমাকে রহম কর; মাবুদ আমার সহায় হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 হে সদাপ্রভু, শোনো, আর আমার প্রতি কৃপা করো; হে সদাপ্রভু, আমার সহায় হও।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 শুন, হে সদাপ্রভু, আমাকে কৃপা কর; সদাপ্রভু, আমার সহায় হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 প্রভু আমার প্রার্থনা শুনুন এবং আমার প্রতি সদয় হোন! প্রভু আমায় সাহায্য করুন!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 সদাপ্রভুু, শোন এবং আমার উপর করুণা কর! সদাপ্রভুু, আমার সাহায্যকারী হও।

অধ্যায় দেখুন কপি




গীত 30:10
7 ক্রস রেফারেন্স  

কিন্তু ঈশ্বরই আমার সহায়, প্রভু পরমেশ্বরই আমার রক্ষক।


হে প্রভু পরমেশ্বর, আমার প্রার্থনা শোন, সত্যনিষ্ঠ তুমি, কর্ণপাত কর আমার আবেদনে, উত্তর দাও আমায় তুমি ধর্মময়।


স্বয়ং প্রভুই আমার শক্তি, আমার রক্ষাকবচ, আমার পরম সহায় তিনি। তাঁর সহায়তা আমি সতত পাই, আনন্দে মগ্ন আমার হৃদয়, তাই গানে গানে আমি তাঁকে করি নিবেদন তাঁরই বন্দনা গান।


হে প্রভু, শ্রবণ কর আমার আহ্বান, কৃপা কর আমায়, সাড়া দাও আমার ডাকে।


গুমরে গুমরে কেঁদে আমি ক্লান্ত, নিশীথে নয়ন জলে ভাসে শয্যা আমার, অশ্রুসিক্ত হয় উপাধান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন