Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 30:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু পরমেশ্বর, আমি গাইব তোমার প্রশংসা গান, কারণ তুমিই আমাকে করেছ উদ্ধার, রেখেছ শীর্ষে, দাওনি আমার শত্রুদের উল্লাসের সুযোগ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, আমি তোমার প্রশংসা করবো, কেননা তুমি আমাকে উঠিয়েছ, আমার দুশমনদেরকে আমার বিষয়ে আনন্দ করতে দাও নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাকে পাতাল থেকে তুলে ধরেছ এবং আমার শত্রুদের আমাকে নিয়ে উল্লাস করতে দাওনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ, আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু, আপনি আমায় আমার সংকটগুলি থেকে টেনে তুলেছেন। আপনি আমাকে আমার শত্রুদের হাতে পরাজিত হতে এবং বিদ্রূপ করতেও দেন নি। তাই আপনার প্রতি আমি সম্মান দেখাবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুু, আমি তোমার প্রশংসা করব, কারণ তুমি আমাকে উঠিয়েছ এবং আমার শত্রুদের আমার উপরে আনন্দ করতে দাওনি।

অধ্যায় দেখুন কপি




গীত 30:1
24 ক্রস রেফারেন্স  

হে আমার ঈশ্বর, আমি নিয়েছি তোমারই শরণ। লজ্জিত হতে দিও না আমায়, আমার বিরোধীদের করতে দিও না উল্লাস।


মিথ্যাবাদী শত্রুদের উল্লাস করতে দিও না আমার বিরুদ্ধে, অকারণে যারা আমাকে হিংসা করে কটাক্ষ করতে দিও না তাদের।


অতএব আমি নেবুকাডনেজার স্বর্গের অধিপতি ঈশ্বরের মহিমা, প্রশস্তি ও গুণকীর্তন করি। তাঁর প্রতিটি কাজ ধর্মসঙ্গত ও সঠিক। উদ্ধত, অহঙ্কারী মানুষের দর্পতিনি চূর্ণ করতে পারেন।


হে প্রভু, পূর্ণ হতে দিও না তুমি দুষ্টের অভিলাষ, সফল হতে দিও না তার চক্রান্ত। সেলা


শত্রুদের বলতে দিও না এ কথা: ওকে পরাজিত করেছি আমরা। উল্লসিত হতে দিও না তাদের আমার পতনে।


টায়ারের রাজা হীরাম দাউদের কাছে শুভেচ্ছা সফরে একদল লোক পাঠালেন। তাদের সঙ্গে পাঠালেন সিডার কাঠ ও সেই সাথে পাঠালেন ছুতোর মিস্ত্রী আর রাজমিস্ত্রীদের। তারা এসে দাউদের জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিল।


ভগ্নদশায় পতিত জেরুশালেম, নগরীর পাশ দিয়ে পথচারী পথিক চলে যায়, হেসে করে বিদ্রূপ, বলে, ‘এই কি সেই অনুপমা সুন্দরী নগরী, বিশ্বের গর্বের ধন?’


হে আমার ঈশ্বর, হে রাজন! আমি উচ্ছ্বসিত প্রশংসা করব তোমার, চিরকাল করব তোমার নামের গুণগান।


শত্রুদল কেন বলবে, ‘কোথায় ওদের ঈশ্বর?’ তোমার সেবকদের রক্তপাতের প্রতিফল আমাদের সাক্ষাতেই লাভ করুক তারা।


আমি জানি তুমি প্রসন্ন আমার উপর, কখনও আমার হবে না পরাজয়।


হে প্রভু পরমেশ্বর, উদ্ধার কর তোমার প্রজাদের, আশীর্বাদ কর তাদের যারা তোমার একান্ত আপন, পালন কর তাদের, বহন কর চিরকাল।


শত্রু যারা রয়েছে ঘিরে আমার চতুর্দিকে, তাদের মাঝে করবেন আমায় উন্নতশির। প্রভুর শিবিরে আমি জয়ধ্বনি দিয়ে বলির নৈবেদ্য করব নিবেদন, করব আমি বন্দনাগান তাঁরই উদ্দেশে।


যোয়াব রাজার আদেশের পক্ষপাতী ছিলেন না বলে লেবী ও বিন্যামীন গোষ্ঠীর লোকগণনা করেন নি।


তারপর তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী তৈরী করালেন এবং তার উপরে হোমবলি ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বর দেশের জন্য তাঁর এই নিবেদনে তাঁর উপরে প্রসন্ন হলেন। ইসরায়েল দেশ থেকে মহামারী বিদায় নিল।


একদিন রাজা নবী নাথানকে বললেন, আমি এখানে দেবদারু কাঠের তৈরী প্রাসাদে বাস করছি আর ঈশ্বরের সিন্দুক কি না রাখা হয়েছে তাম্বুর মধ্যে।


সবশেষে দাউদ ফিরে গেলেন নিজের বাড়িতে, পরিবারের সবাইকে আশীর্বাদ জানাতে। শৌলের কন্যা মিখল বেরিয়ে এলেন দাউদকে অভ্যর্থনা করতে। বললেন, ইসরায়েলের দাসীদের সামনে নির্লজ্জ একটা মূর্খের এত আপনি নিজেকে উলঙ্গ করে দেখালেন।


তারপর সৈন্যধ্যক্ষেরা সৈন্যদের সম্বোধন করে বলবে,’ তোমাদের মধ্যে কেউ যদি নতুন বাড়ি তৈরী করে তা প্রতিষ্ঠা না করে থাকে তাহলে সে বাড়ি ফিরে যাক, কারণ সে যদি যুদ্ধে মারা যায় তাহলে অন্য লোকে তার গৃহ প্রতিষ্ঠা করবে।


প্রতিবেশীদের কাছে আমরা আজ ঘৃণাস্পদ সকলের পরিহাস ও বিদ্রূপের পাত্র হয়েছি আমরা।


সাহায্যের জন্য আমি উচ্চরবে আকুল আবেদন জানালাম, কণ্ঠে ছিল আমার তোমারই বন্দনাগান।


জেরুশালেমে রাজপ্রাসাদে ফিরে দাউদ তাঁর যে দশজন উপপত্নীর উপর রাজপ্রাসাদ রক্ষার ভার দিয়ে গিয়েছিলেন তাদের গৃহবন্দী করে রাখলেন। এদের তিনি ভরণ পোষণের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু আর কোনদিন তাদের স্পর্শ করেন নি। তারা সেখানে মৃত্যুর দিন পর্যন্ত বিধবার মতই জীবন যাপন করেছিল।


তিনি মন্দিরে স্বস্ত্যয়নের জন্য প্রভুর উদ্দেশে বাইশ হাজার বৃষ এবং এক লক্ষ কুড়ি হাজার মেষ বলিদান করলেন। এইভাবে রাজা শলোমন ও ইসরায়েলীরা মন্দিরে বলিদানের কাজ শেষ করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন