Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 3:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 আমার সম্বন্ধে অনেকেই বলছে: ওকে উদ্ধার করবেন না ঈশ্বর। সেলা

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 অনেকে আমার প্রাণের উদ্দেশে বলছে, আল্লাহ্‌র কাছে ওর জন্য কোন সাহায্য নেই। [সেলা।]

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 অনেকে আমার সম্বন্ধে বলছে, “ঈশ্বর তাকে উদ্ধার করবেন না।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 অনেকে আমার প্রাণের উদ্দেশে বলিতেছে, ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই। সেলা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 বহু লোক আমার বিরুদ্ধে মন্দ কথা বলছে। তারা বলছে, “ঈশ্বর ওকে রক্ষা করবেন না!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 অনেকে আমার সম্পর্কে বলে, “সেখানে তার জন্য ঈশ্বরের কাছ থেকে কোন সাহায্য নেই।” সেলা,

অধ্যায় দেখুন কপি




গীত 3:2
14 ক্রস রেফারেন্স  

ওরা বলেছে: ঈশ্বর ওকে পরিত্যাগ করেছেন, চল, ওর পিছনে ধাওয়া করে ধরে ফেলি ওকে, ওকে রক্ষা করার কেউ নেই।


চোখের জলে আমার দিন কাটে, সারাদিন লোকে আমায় প্রশ্ন করে, কোথায় তোমার ঈশ্বর?


তীক্ষ্ণ বাক্যবাণে আমার বিপক্ষেরা জর্জরিত করে আমায়, চূর্ণ করে আমার অস্থি। নিশিদিন তারা বিদ্রূপ করে, বলে: কোথায় তোমার ঈশ্বর?


আমাকে দেখে সকলেই উপহাস করে, মুখভঙ্গী করে বলে:


ক্রুদ্ধ হলেও লিপ্ত হয়ো না পাপে, শান্ত হও, শয্যায় নিভৃতে আপন মনে ভেবে দেখ সব কথা। সেলা


তোমার প্রজাবৃন্দের উদ্ধারকল্পে, অভিষিক্তজনের পরিত্রাণের জন্যই তোমার এই অভিযান। তুমি দুষ্টের দলপতিকে নিধন করেছ, সমূলে উৎখাত করেছ তার অনুচরদের।


তুমি উদ্যত করলে তোমার ধনুক, শর-সংযোগ করলে সেই ধনুকে। তীব্রবেগে ধাবমান শররাজির ঝলকে, তোমার বর্শার দীপ্ত তেজেসূর্য চন্দ্র নিজ নিজ কক্ষপথে হল নিশ্চল। তোমার দর্শনে পর্বতরাজি হল কম্পমান, পৃথিবীর পক্ষ বিদীর্ণ করে ধাবিত হল তোমার সৃষ্ট নদ-নদী। প্রবাহিত হল প্রচণ্ড জলোচ্ছ্বাস, সগর্জনে জলধি হল উত্তাল।


ইদোম দেশ থেকে ঈশ্বর আবার আসছেন, আবির্ভূত হচ্ছেন সেই পবিত্র শৈলমালার দেশ পারাণ থেকে। আকাশমণ্ডল তাঁর মহিমায় উদ্ভাসিত, বিশ্ববাসী উচ্ছ্বাসিত তাঁর প্রশস্তিতে।


(প্রভু পরমেশ্বর বলেন) হে মানব আর কতকাল অবমানিত হবে আমার মর্যাদা? কত কাল তোমরা মোহিত হবে স্তোকবাক্যে, ছুটে বেড়াবে অলীকের পিছনে? সেলা


হে প্রভু পরমেশ্বর, তোমারই হাতে পরিত্রাণ, বর্ষণ কর তোমার আশিস তোমার প্রজাদের উপর। সেলা


প্রভু পরমেশ্বরের কাছে আমি কাতর মিনতি করি, তাঁর পবিত্র শৈল থেকে তিনি আমায় উত্তর দেন। সেলা


শত্রুরা যখন আমাদের করেছিল আক্রমণ সেই সময়ে প্রভু পরমেশ্বর যদি আমাদের পক্ষ অবলম্বন না করতেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন