Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 28:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু, আমার আশ্রয়গিরি আমি তোমাকেই ডাকি, বধির হয়ো না আমার ডাকে। যদি তুমি আমায় না দাও সাড়া আমার দশা হবে সেই পাতালগামীর মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, আমি তোমাকে ডাকছি; আমার শৈল, আমার প্রতি বধির হয়ো না; পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও, আর আমি বিপথগামীদের মত হয়ে পড়ি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 তোমার প্রতি, হে সদাপ্রভু, আমি প্রার্থনা করি; তুমি আমার শৈল, তুমি আমার প্রতি বধির হোয়ো না। কারণ তুমি যদি নীরব থাকো, আমার দশা তাদের মতো হবে যারা গর্তে পতিত হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি; আমার শৈল, আমার প্রতি বধির হইও না; পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও, আমি গর্ত্তগামীদের তুল্য হইয়া পড়ি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে প্রভু, আপনি আমার শিলা। আপনার সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি। আমার প্রার্থনা থেকে কান ফিরিয়ে নেবেন না। যদি আপনি আমার ডাকে সাড়া না দেন, লোকে ভাববে আমি কবরের মৃত ব্যক্তির চেয়ে উন্নত কিছু নই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুু, তোমার কাছে, আমি আর্তনাদ করি; আমার শৈল, আমাকে অবহেলা করো না। যদি তুমি আমাকে সাড়া না দাও, আমার দশা হবে সেই পাতালগামীদের মত।

অধ্যায় দেখুন কপি




গীত 28:1
21 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, উত্তর দাও আমায় করো না বিলম্ব, নিঃশেষিত উদ্যম আমার, আড়াল করো না তোমার শ্রীমুখ আমার কাছে, তাহলে আমার দশা হবে মৃতলোকবাসীদের মত।


প্রভু পরমেশ্বরই আমার আশ্রয় দুর্গ, আমার উদ্ধারকর্তা, আমার ঈশ্বর, আমার সুদৃঢ় শৈল, আমি নিয়েছি তাঁরই শরণ তিনিই আমার ঢালস্বরূপ, আমার পরিত্রাতা, নিরাপদ গিরি দুর্গ আমার।


খাদে পড়া মানুষের মত তাদের কবলিত করব, মৃত্যুর মত গ্রাস করব তাদের।


হে ঈশ্বর থেক না নীরব, মৌন অবলম্বন করো না, হয়ো না স্তব্ধ।


রসাতলে নিক্ষেপ করলেন এবং তার দ্বার বন্ধ করে সীলমোহর করে দিলে যেন সহস্র বছর কাল পূর্ণ না হওয়া পর্যন্ত সে জাতিসমূহকে আর প্রতারিত করতে না পের। পরে তাকে কিছুকালের জন্য মুক্ত করা হবে।


পরমেশ্বরের উপরেই আস্থা রেখ চিরদিন, রক্ষা করবেন তিনি সর্বদা।


তিনি কবরে যাওয়া থেকে আমাকে রেহাই দিয়েছেন, আমি জীবনে আবার আলো দেখতে পাব।


পাতাল করে না তোমার স্তবগান মৃত্যু করে না প্রশংসা তোমার মৃতজন করে না তোমার সত্যের ভরসা।


হে প্রভু পরমেশ্বর সবই দেখেছ তুমি, নীরব থেক না আর, যেও না দূরে সরে হে প্রভু পরমেশ্বর।


আমার মরণে কিম্বা পাতালগমনে তোমার কি লাভ? মৃতেরা কি তোমার স্তব করতে পারে? বলতে পারে কি, তুমি নির্ভরযোগ্য, পরম বিশ্বস্ত?


হে আমার ঈশ্বর, দিবসে আমি ডাকি তোমায়, তুমি দাও না সাড়া, নিশীথেও তোমায় ডাকি অবিরাম, তবু তুমি রয়েছ নীরব।


প্রভু পরমেশ্বরের কাছে আমি কাতর মিনতি করি, তাঁর পবিত্র শৈল থেকে তিনি আমায় উত্তর দেন। সেলা


আমি সরবে ক্রন্দন করি ঈশ্বরের কাছে, তাঁরই কাছে জানাই আকুতি, তিনি কর্ণপাত করেন আমার আবেদনে।


বন্যার জল যেন আমায় ভাসিয়ে নিয়ে না যায়, অগাধ জলে যেন ডুবে না যাই আমি, যেন আবদ্ধ না হই কূপের গভীরে, যেন হারিয়ে না যাই মৃত্যুর অতল গহ্বরে।


হে আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর, শ্রবণ কর আমার আর্তনাদ, আমি তোমারই কাছে জানাই মিনতি।


আমি উচ্চস্বরে আর্তকণ্ঠে প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য ভিক্ষা করি, তাঁর কাছে জানাই কাতর মিনতি।


হে প্রভু পরমেশ্বর, শোন আমার নিবেদন, কর্ণপাত কর আমার আর্তনাদে নীরব থেক না আমার অশ্রুপাতে কেননা আমি তোমার এ সংসারে ক্ষণিকের অতিথি আমার পিতৃপুরুষদের মতই পরবাসী।


আমার রক্ষাকারী শৈলস্বরূপ ঈশ্বরকে আমি বলি: কেন তুমি ভুলে গেছ আমায়? শত্রুদের অত্যাচারে কেন আমি আজ চূর্ণবিচূর্ণ?


এস হে ভক্তবৃন্দ, কর স্তুতিগান প্রভুর উদ্দেশে, তাঁর পুণ্য নামের কর গুণগান।


তাঁর কাছে আমি উজাড় করে দিই আমার সমস্ত অভিযোগ, জানাই আমার সঙ্কটের কথা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন