গীত 27:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 হে প্রভু, শ্রবণ কর আমার আহ্বান, কৃপা কর আমায়, সাড়া দাও আমার ডাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 হে মাবুদ, শোন, আমি স্বরবে আহ্বান করি; আমার প্রতি রহম কর, আমাকে উত্তর দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আমার কণ্ঠস্বর শ্রবণ করো, হে সদাপ্রভু, যখন আমি প্রার্থনা করি; আমার প্রতি করুণা করো ও আমায় উত্তর দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সদাপ্রভু, শ্রবণ কর, আমি স্বরবে আহ্বান করি; আমার প্রতি কৃপা কর, আমাকে উত্তর দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রভু আমার কথা শুনুন। আমায় উত্তর দিন এবং আমার প্রতি সদয় হোন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সদাপ্রভুু, যখন আমি আর্তনাদ করে ডাকি, তখন আমার ডাক শোন; আমার উপর কৃপা কর এবং আমাকে উত্তর দাও! অধ্যায় দেখুন |