Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 27:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 হে প্রভু পরমেশ্বর, দেখাও আমায় তোমার পথ, আমাকে চলতে শিখাও। শত্রুরা করছে আমার বিরোধিতা, তোমার সহজ পথে চালাও আমায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 হে মাবুদ, তোমার পথ আমাকে শেখাও, সমান পথে আমাকে গমন করাও, আমার দুশমনদের জন্য তা কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 হে সদাপ্রভু, তোমার উপায় আমাকে শেখাও; আমার শত্রুদের কারণে, আমাকে সোজা পথে চালাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 সদাপ্রভু, তোমার পথ আমাকে শিখাও, সমান পথে আমাকে গমন করাও, আমার শত্রুগণ প্রযুক্ত ইহা কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 প্রভু আমার প্রচুর শত্রু আছে। তাই আপনার পথ আমায় শেখান। আমায় সঠিক কাজ করতে শেখান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 সদাপ্রভুু! তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমার শত্রুদের জন্য আমাকে সমান পথে পরিচালনা করো।

অধ্যায় দেখুন কপি




গীত 27:11
22 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, প্রবল আমার বিরোধী দল, চালনা কর আমায় তোমারই ধর্মপথে, সহজ করে দাও এ পথ আমার।


হে প্রভু পরমেশ্বর, আমাকে চেনাও তোমার পথ, আমি চলব তোমার সত্যের পথে, তোমার প্রতি সম্ভ্রমে কর একাগ্র চিত্ত আমার।


আমি দাঁড়িয়ে আছি নিরাপদ স্থানে ভক্ত সমাবেশে আমি গাইব প্রভুর জয়গান।


আমি সর্বান্তঃকরণে তোমারই অন্বেষণ করি, তোমার নির্দেশ অমান্য করে বিপথে যেতে দিও না আমায়।


অপকর্মের চক্রান্ত করে ওরা বলে: নিখুঁত হয়েছে আমাদের পরিকল্পনা। হায়, কী রহস্যময় মানুষের অতল হৃদয়!


এক রাজপথ সেখানে উঠবে গড়ে, নাম হবে তার ‘পবিত্রতার পথ।’ কোন পাপী সে পথে চলবে না সে পথের পথিককে কোন মূঢ় করবে না পথভ্রান্ত।


শুনি সকলেই ফিস্‌ফিস্‌ করে বলে, ‘সর্বস্থানে সন্ত্রাস, এস আমরা প্রকাশ্যে অভিযুক্ত করি তাকে, দোষারোপ করি তার বিরুদ্ধে।’ আমার ঘনিষ্ঠ বন্ধুরাও আমার পতন কামনা করে, তারা বলে, ‘এবার হয়ত তাকে ফেলা যাবে ফাঁদে, তখন আমরা তাকে মুঠোয় পাব, আর নেব প্রতিশোধ।’


যারা নম্রনত, তাদের পরিচালনা করেন তিনি ন্যায়ের পথে, দেখিয়ে দেন তাদের গন্তব্য পথ।


তাই তাঁরা সতর্ক দৃষ্টি রাখলেন এবং চর পাঠালেন, যেন এরা অন্তরঙ্গতার ভাণ করে তাঁর কথার খুঁত ধরতে পারে। তাহলে তাঁরা তাঁকে রাজ্যপালের কাছে অভিযুক্ত করতে পারবেন।


এসব কথা বিচক্ষণের কাছে খুবই স্পষ্ট জ্ঞানবানের কাছে সহজ সরল।


প্রভু পরমেশ্বর তাদেরই দেন পথের নির্দেশ যারা সম্ভ্রম করে তাঁকে।


অলসের পথ কন্টাককীর্ণ কিন্তু সজ্জনের পথ সরল ও অবাধ।


তিনিই আমার শত্রুদের দুষ্কর্মের প্রতিফল দেবেন, তিনি সত্যনিষ্ঠ, তিনিই ওদের করবেন ধ্বংস।


সত্যের লেশ নেই ওদের কথায়, হৃদয় ওদের সর্বনাশা চিন্তায় ভরা। কণ্ঠ ওদের খোলা কবরের মত, স্তাবকতায় নিপুণ ওদের জিহ্বা বিষম ছলনায়।


দেখ, কুপথে আমি চলেছি কি না, চালাও আমায় তোমার শাশ্বত পথে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন