Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 26:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 আমি গাইব তোমার স্তুতিগান, বর্ণনা করব তোমার আশ্চর্য কীর্তিকাহিনী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 যেন আমি স্তবের ধ্বনি শুনাই, ও তোমার আশ্চর্য কর্মগুলো তবলিগ করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 উচ্চস্বরে তোমার প্রশংসা করি এবং তোমার অপূর্ব কীর্তিকাহিনি ঘোষণা করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 যেন আমি স্তবের ধ্বনি শ্রবণ করাই, ও তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল প্রচার করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 প্রভু আমি আপনার প্রশংসা গান গাই। আপনার সৃষ্টিকরা আশ্চর্য বিষয় সম্পর্কে আমি গান গাই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 উচ্চরবে প্রশংসার গান করি এবং তোমার অপূর্ব কাজের বর্ণনা করি।

অধ্যায় দেখুন কপি




গীত 26:7
23 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, সারাটি অন্তর দিয়ে আমি করব তোমার স্তবগান। তোমার পরমাশ্চর্য কীর্তিগাথা বর্ণনা করব আমি।


আমি ধ্যান করব তোমার গৌরব, প্রতাপ ও রাজকীয় মহিমার কথা, ধ্যান করব তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।


পবিত্রস্থানের দিকে দুহাত তুলে প্রভু পরমেশ্বরের গুণগান কর।


তোমার আদেশ পালনের পথ দেখাও আমায়, আমি ধ্যান করব তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।


প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, তিনিই আমাদের দান করেছেন দীপ্তি, শাখাপল্লব হাতে শোভাযাত্রা করে এগিয়ে যাও, এগিয়ে যাও বেদী প্রদক্ষিণে।


উন্মুক্ত করে দাও ধার্মিকতার তোরণ, আমি যেন প্রবেশ করতে পারি প্রভুর আরাধনার জন্য।


তাঁর উদ্দেশে গাও মহাসঙ্গীত, কর তাঁর প্রশংসাগান, ঘোষণা কর তাঁর আশ্চর্য কর্মের কথা,


এস, কৃতজ্ঞচিত্তে আমরা তাঁর কাছে যাই, তাঁর প্রশংসাগানে হই মুখরিত।


ধন্য প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, একমাত্র তিনিই মহৎ কর্ম সাধনে সক্ষম।


যেন আমি সিয়োন কন্যার তোরণে তোরণে গাইতে পারি তোমারই স্তুতিগান যেন পরমানন্দে গাইতে পারি তোমার এই কীর্তিগাথা –তুমি আমায় করেছ পরিত্রাণ।


এই শিশুটিকে কামনা করে আমি বিনতি করেছিলাম, প্রভু আমার প্রার্থিত ধন আমাকে দিয়েছেন।


শিশুটি স্তন্যত্যাগ না করলে হান্না তিন বৎসর বয়স্ক একটি বৃষ, এক এফা পরিমাণ ময়দা এবং দ্রাক্ষারস পূর্ণ একটি চর্মপাত্রসহ শিশুটিকে নিয়ে শীলোতে প্রভু পরমেশ্বরের মন্দিরে গেলেন।


জাতিবৃন্দের কাছে কর তাঁর মহিমা প্রচার জনগণের কাছে ঘোষণা কর তাঁর মহাশ্চর্য কীর্তির কথা।


তোমাতেই আমার পরম আনন্দ তোমাতেই উল্লাস আমার। হে পরাৎপর, আমি গাইব তোমার জয়গান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন