Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 26:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার বিচার কর, বিশ্বস্তভাবে চলেছি আমি, অটল বিশ্বাসে আমি নিয়েছি শরণ তোমার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, আমার বিচার কর, কারণ আমি নিজের সিদ্ধতায় চলেছি, আর আমি মাবুদের আশ্রয় নিয়েছি, চঞ্চল হব না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সদাপ্রভু, আমাকে নির্দোষ মান্য করো, কারণ আমি নির্দোষ জীবনযাপন করেছি; আমি সদাপ্রভুতে আস্থা রেখেছি এবং বিপথে যাইনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সদাপ্রভু, আমার বিচার কর, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি, আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু, আমার বিচার করুন। আমি যে সৎ‌ পথে জীবনযাপন করেছি তা প্রমাণ করে দিন। আমি কখনও প্রভুতে আস্থা রাখা থেকে বিরত হই নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুু, আমার বিচার কর, কারণ আমি সততার সাথে চলছি; আমি সদাপ্রভুুকে বিশ্বাস করি সন্দেহ করি না।

অধ্যায় দেখুন কপি




গীত 26:1
30 ক্রস রেফারেন্স  

স্বয়ং প্রভুই আমার শক্তি, আমার রক্ষাকবচ, আমার পরম সহায় তিনি। তাঁর সহায়তা আমি সতত পাই, আনন্দে মগ্ন আমার হৃদয়, তাই গানে গানে আমি তাঁকে করি নিবেদন তাঁরই বন্দনা গান।


হে প্রভু পরমেশ্বর, তুমি সর্বমানবের বিচারক। তুমি জান হে প্রভু, আমি নির্দোষ, ন্যায়বিচার সম্পন্ন কর আমার সপক্ষে।


যে ধার্মিক ব্যক্তি সৎপথে চলে, আশিসধন্য হয় তার সন্তানেরা।


প্রভু পরমেশ্বরেই রাজা পূর্ণ নির্ভর পরাৎপরের করুণায় তিনি থাকবেন অটল।


হে প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন, স্মরণ কর, কত নিষ্ঠাভরে সর্বান্তঃকরণে আমি তোমার সেবা করেছি এবং অকুন্ঠভাবে তোমার ইচ্ছা পালন করেছি—এই বলে তিনি তীব্র বেদনায় কাঁদতে লাগলেন।


বিচারে তিনি আমার পক্ষই সমর্থন করবেন এবং আপনার হাত থেকে আমাকে উদ্ধার করবেন।


সেইজন্যই, বন্ধুগণ, তোমাদের আহ্বান ও মনোনযন সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তোমরা আরও বেশী সচেষ্ট হও। চেষ্টা করলে তোমরা কখনও বিফল হবে না।


তোমরা ঈশ্বরে বিশ্বাস কর, তাই তিনি নিজ পরাক্রমে তোমাদের সেই অধিকার রক্ষা করছেন যেন তোমরা যুগান্ত কালে প্রকাশ্যে তাঁর পরিত্রাণ দেখতে পাও।


অবিচলভাবে আমাদের প্রত্যাশার কথা ব্যক্ত করি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্ভরযোগ্য।


একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেকও একথা সমর্থন করে যে আমরা জগতে এবং বিশেষ করে তোমাদের সঙ্গে ঈশ্বরের কথা মনে রেখে সরল ও আন্তরিক ব্যবহার করেছি। ঈশ্বরের অনুগ্রহেই আমরা পরিচালিত, জাগতিক জ্ঞানবুদ্ধিতে নয়।


জনমতকে সমীহ করে চলা বিপজ্জনক, ঈশ্বরের উপর যে নির্ভর করে চলে সে নিরাপদ।


বিচলিত হতে দেবেন না তোমার চরণ, নিদ্রায় কাতর হন না তোমার রক্ষক।


যখন আমার মনে হয়, এই বুঝি পদস্খলন হল, তখন দেখি হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম আমায় ধারণ করে আছে।


তিনিই আমার একমাত্র আশ্রয় গিরি, আমার পরিত্রাণ, আমার দুর্গ, কখনও বিচলিত হব না আমি।


তিনিই আমার একমাত্র আশ্রয়গিরি, আমার পরিত্রাণ, আমার দুর্গ, কখনও আমি হব না বিচলিত।


হে ঈশ্বর, তোমার নামের গুণে আমাকে উদ্ধার কর, তোমার পরাক্রমে আমার পক্ষে বিচার নিষ্পন্ন কর।


হে ঈশ্বর, আমার বিচার কর। অসাধু লোকের সঙ্গে বিবাদে প্রমাণ কর আমার সততা। উদ্ধার কর আমায় দুর্নীতিপরায়ণ ও প্রতারকের হাত থেকে।


ঈশ্বরের বিধান রয়েছে তার অন্তরে, তার হবে না পদস্খলন।


হে প্রভু আমার, ন্যায়বান তুমি, আমার বিচার কর, উল্লাস করতে দিও না আমার শত্রুদের।


কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমিই ভরসা আমার, আমি বলি: তুমিই আমার আরাধ্য ঈশ্বর।


কিন্তু আমি চলি আপন সততায়, আমাকে মুক্ত কর, কৃপা কর আমায়।


সততা ও ন্যায়নিষ্ঠা রক্ষা করুক আমায় আমি রয়েছি তোমারই প্রতীক্ষায়।


হে আমার ঈশ্বর, আমি নিয়েছি তোমারই শরণ। লজ্জিত হতে দিও না আমায়, আমার বিরোধীদের করতে দিও না উল্লাস।


অনিন্দ্য যার আচরণ, ন্যায়সঙ্গত যার সকল কর্ম, যথার্থই যে সত্যভাষী,


যথাযোগ্য বলি উৎসর্গ কর আস্থা রাখ প্রভু পরমেশ্বরে।


তিনি পদস্খলন থেকে রক্ষা করেন তাঁর ভক্তদের কিন্তু দুর্জনেরা বিলুপ্ত হবে ঘোর অন্ধকারে, কারণ নিজ বলে সিদ্ধিলাভ হয় না কারও।


শয়তান বলল, আমি পৃথিবীর চর্তুদিক পরিভ্রমণ করে এলাম। প্রভু পরমেশ্বর তাকে বললেন, তুমি কি আমার ভক্ত ইয়োবকে লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মত সৎ ও বিশ্বস্ত কেউ নেই। সে আমার উপাসনা করে এবং মন্দের পথ পরিহার করে চলে। যদিও অকারণে তুমি তার ক্ষতি করার অনুমতি আমার কাছ থেকে নিয়েছ তবুও দেখ, সে তার বিশ্বাসে অবিচল রয়েছে।


ঈশ্বরের আরাধনায় নিঁখুত তোমার জীবনচর্যা। অতএব মনে অবিচল আস্থা ও আশা রাখ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন