Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 25:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 হে প্রভু পরমেশ্বর, আমাকে জানাও তোমার পথ, চলতে শিখাও আমাকে তোমারই পথে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 হে মাবুদ, তোমার সমস্ত পথ আমাকে জানাও; তোমার সমস্ত পথ আমাকে বুঝিয়ে দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও, তোমার পন্থাসকল আমায় শেখাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সদাপ্রভু, তোমার পথ সকল আমাকে জ্ঞাত কর; তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান। আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 সদাপ্রভুু, আমাকে তোমার পথ দেখাও; তোমার পথের বিষয়ে আমাকে শিক্ষা দাও।

অধ্যায় দেখুন কপি




গীত 25:4
11 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, আমাকে চেনাও তোমার পথ, আমি চলব তোমার সত্যের পথে, তোমার প্রতি সম্ভ্রমে কর একাগ্র চিত্ত আমার।


হে প্রভু পরমেশ্বর, দেখাও আমায় তোমার পথ, আমাকে চলতে শিখাও। শত্রুরা করছে আমার বিরোধিতা, তোমার সহজ পথে চালাও আমায়।


প্রভাতে আমায় শোনাও তোমার অবিচল প্রেমের কথা, তোমাতেই আমার একান্ত নির্ভর, আমায় দেখিয়ে দাও আমার চলার পথ, তোমার দিকেই আমি তুলে ধরি আমার প্রাণ।


হে প্রভু পরমেশ্বর, প্রবল আমার বিরোধী দল, চালনা কর আমায় তোমারই ধর্মপথে, সহজ করে দাও এ পথ আমার।


যদি সত্যিই আমি তোমার অনুগ্রহ লাভ করে থাকি, তাহলে দয়া করে তোমার পথ আমাকে চিনিয়ে দাও যেন আমি তোমাকে জানতে পারি এবং তোমার অনুগ্রহ সর্বদা লাভ করতে পারি। দয়া করে বিবেচনা করে দেখ, এই জাতি তোমারই প্রজা।


তোমার আদেশ পালনের পথ দেখাও আমায়, আমি ধ্যান করব তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।


প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বললেন, রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে লক্ষ্য কর, সন্ধান কর প্রাচীন সনাতন পথের, জিজ্ঞাসা করে জেনে নাও কোনটি সবচেয়ে ভাল পথ। সেই পথে চল, তোমরা শান্তিতে থাকবে। কিন্তু তারা বলল, না, আমরা ও পথে যাব না।


তারা বলবে, চল আমরা প্রভু পরমেশ্বরের পর্বতে আরোহণ করি, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মন্দিরে যাই। তিনি আমাদের কাছে কি চান সেই বিষয়ে তিনি শিক্ষা দেবেন আমাদের। আমরা চলব তাঁরই নির্দেশিত নির্দিষ্ট পথে। কারণ সিয়োন থেকে প্রকাশিত হবে প্রভু পরমেশ্বরের বিধি বিধান জেরুশালেম থেকে তিনি তাঁর প্রজাদের সঙ্গে কথা বলেন।


আমি ধর্মপথে চলি, ন্যায়ের পথই আমার পথ।


হে প্রভু পরমেশ্বর, শ্রবণ কর আমার প্রার্থনা, শোন আমার কাতর নিবেদন।


তাহলে স্বর্গ থেকে তুমি তাদের নিবেদন শুনো। তুমি রাজার পাপ এবং ইসরায়েলী প্রজাদের পাপ ক্ষমা করো। তাদের সৎপথে চলতে শিখাও। তারপর হে প্রভু পরমেশ্বর, তোমার যে দেশের উত্তরাধিকার তুমি তাদের দিয়েছ সেই দেশে তুমি বর্ষণ দান করো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন