Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 25:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 প্রভু পরমেশ্বর তাদেরই দেন পথের নির্দেশ যারা সম্ভ্রম করে তাঁকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 সেই ব্যক্তি কে যে মাবুদকে ভয় করে? তিনি তাকে সেই পথ সম্বন্ধে শিক্ষা দেবেন যে পথে তাকে চলতে হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তাহলে কে তারা, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে? তাদের যে পথে চলা উচিত সেই পথ সদাপ্রভু তাদের দেখাবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 সে ব্যক্তি কে যে সদাপ্রভুকে ভয় করে? তিনি তাহাকে ইষ্ট পথ দেখাইয়া দিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 যদি কোন লোক প্রভুকেই অনুসরণ করবে বলে মনোনীত করে, তাহলে ঈশ্বর তাকে বেঁচে থাকবার শ্রেষ্ঠ রাস্তা দেখাবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 কে সেই লোক, যিনি সদাপ্রভুুকে ভয় করেন? প্রভু তাকে তার পছন্দ মত পথের নির্দেশ দেবেন।

অধ্যায় দেখুন কপি




গীত 25:12
24 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর সজ্জনকে সঠিক পথে পরিচালনা করেন, প্রতিষ্ঠিত করেন তাকে সৎপথে, তিনি প্রীতি লাভ করেন তার আচরণে।


প্রভু বলেনঃ আমি দেখাব তোমায় সঠিক পথ, চালাব তোমায় সেই পথে তোমার উপর রাখব দৃষ্টি দেব তোমায় সুমন্ত্রণা।


যে ঈশ্বরের ইচ্ছা পালন করতে চায় সে-ই বুঝবে যে আমার এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে না, এ শুধুমাত্র আমারই কথা।


প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রমবোধেই প্রজ্ঞার সূজনা, যারা মেনে চলে তাঁর অনুশাসন, তারাই লাভ করে সেই প্রজ্ঞা তাঁর প্রশংসা হোক নিত্যস্থায়ী।


সব কিছুরই শেষে একটি কথাই শুধু বলতে চাই, ‘ঈশ্বরকে সম্ভ্রম কর, পালন কর তাঁর আদেশ।’ কারণ এই-ই হল মানুষের একমাত্র কর্তব্য।


তোমরা যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, ভক্তি কর তাঁকে, পালন কর তাঁর ভক্তদাসের সমস্ত শিক্ষা, তোমাদের চলার পথ হতে পারে আচ্ছন্ন অন্ধকারে তবুও বিশ্বাস কর প্রভু পরমেশ্বরে, আস্থা রাখ তোমার আরাধ্য ঈশ্বরে।


ঈশ্বরভক্তি প্রজ্ঞার প্রথম সোপান, কিন্তু মূর্খেরা অবজ্ঞা করে প্রজ্ঞা ও হিতোপদেশ।


আনুগত্য ও বিশ্বস্ত আচরণে পাপমোচন হয়, আর ঈশ্বরভক্তি মানুষকে মন্দ থেকে দূরে রাখে।


প্রভুর প্রতি সম্ভ্রমবোধ প্রজ্ঞাদান করে, নম্র হয়েই শ্রদ্ধা অর্জন করতে হয়।


তারা বলল, আমরা সেনানায়ক কর্ণেলিয়াসের কাছ থেকে এসেছি। তিনি ন্যায়নিষ্ঠ ও শ্বরভক্ত লোক বলে সমগ্র ইহুদী সমাজে সমাদৃত। তিনি ঈশ্বরের একজন দূতের কাছ থেকে প্রত্যাদেশ পেয়েছেন, যেন তিনি লোক পাঠিয়ে আপনাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে যান এবং আপনার উপদেশ শোনেন।


এক রাজপথ সেখানে উঠবে গড়ে, নাম হবে তার ‘পবিত্রতার পথ।’ কোন পাপী সে পথে চলবে না সে পথের পথিককে কোন মূঢ় করবে না পথভ্রান্ত।


তাহলে পরম প্রভুর প্রতি জাগবে তোমার সম্ভ্রমবোধ, তুমি লাভ করবে ঈশ্বরজ্ঞান।


বন্ধুগণ! অব্রাহামের বংশধরেরা ও তোমাদের মধ্যে যারা ঈশ্বরকে সম্ভ্রম কর, আমাদের সকলের কাছে এই পরিত্রাণের বার্তা ঘোষিত হয়েছে।


তিনি এসে যে কথা বলবেন, তার দ্বারাই তুমি ও তোমার পরিবার পরিত্রাণ লাভ করবে।’


তিনি ও তাঁর পরিবারের সকলে সসম্ভ্রমে ঈশ্বরের উপাসনা করতেন। গরীব লোকদের তিনি উদার হস্তে দান করতেন এবং নিয়মিত ভাবে প্রার্থনায় যোগদান করতেন।


এই অভিষেকের মাধ্যমে তোমরা তাঁর কাছ থেকে যে দীক্ষা লাভ করেছ, তা তোমাদের অন্তরে সঞ্চয় হয়ে আছে। অন্য কারও কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন তোমাদের নেই। তাঁর সেই দীক্ষাই তোমাদর সর্ববিষয়ে শিক্ষা দেয় এবং তা সত্য। মিথ্যা নয়। সেইজন্য তোমরা যেমন শিক্ষা পেয়েছ সেই অনুযায়ী তাঁকেই আশ্রয় করে থেক।


গরারে চলে গেলেন। প্রভু পরমেশ্বর তাঁকে দর্শন দিয়ে বললেন, তুমি মিশরে যেও না, আমি তোমাকে যে দেশের কথা বলব, তুমি সেখানে বাস কর।


তুমি তার সঙ্গে কথা বলে তাকে কি বলতে হবে তা জানিয়ে দিও। আমি তোমাদের দুজনের মুখেই কথা জোগাব আর কি করতে হবে তাও দুজনকে বলে দেব।


তোমাদের পথ নির্দেশের জন্যই এই ব্যবস্থা, কারণ এর আগে এ পথে তোমরা যাও নি।


কিন্তু সে তাঁকে বলল, দেখুন, এই নগরে একজন ঈশ্বরপরায়ণ লোক আছেন, সকলে তাঁকে খুব সম্মান করে এবং তিনি যা বলেন সব সত্য হয়। চলুন আমরা সেখানে যাই তিনি হয়তো আমাদের গন্তব্য পথের নির্দেশ দিতে পারবেন।


তাহলে তুমি ধার্মিকতা ও ন্যায়বিচারের স্বরূপ উপলব্ধি করবে চলতে পারবে ন্যায় ও সততার পথে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন