গীত 24:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)9 হে নগরতোরণ, উন্নত কর শির, উন্মুক্ত হও হে সুপ্রাচীন দ্বার প্রবেশ করবেন মহামহিন রাজা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 হে তোরণদ্বারগুলো, মাথা তোল; হে প্রাচীন কবাটগুলো, মাথা উত্থাপন কর; প্রতাপের বাদশাহ্ প্রবেশ করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, তাদের তুলে ধরো, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 হে পুরদ্বার সকল, মস্তক তোল; হে চিরন্তন কবাট সকল, মস্তক উত্থাপন কর; প্রতাপের রাজা প্রবেশ করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 হে ফটক সকল, তোমাদের মাথা তোল! হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 সমস্ত দরজা তোমার তোমাদের মাথা তোলো, চিরস্থায়ী দরজা উন্নত হও, যেন প্রতাপের রাজা ভিতরে আসতে পারেন। অধ্যায় দেখুন |