Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 23:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তৃণশ্যামল গোষ্ঠে তিনি পালন করেন আমায় নিয়ে যান আমায় ছায়াকুঞ্জের শীতল সায়রে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তিনি তৃণভূষিত চরাণিতে আমাকে শয়ন করান, তিনি শান্ত পানির ধারে ধারে আমাকে চালান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান, তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তিনি তৃণভূষিত চরাণীতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম-জলের ধারে ধারে আমাকে চালান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়ে দেন। তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তিনি আমাকে সবুজ চারণভূমিতে শোয়ান; তিনি শান্ত জলের পাশে আমাকে পরিচালনা করেন।

অধ্যায় দেখুন কপি




গীত 23:2
11 ক্রস রেফারেন্স  

কারণ সিংহাসনের কেন্দ্রমণি মেষশাবকএঁদের পালন করবেন। তিনিই জীবনবারির উৎসের কাছেনিয়ে যাবেন এঁদেরঈশ্বর স্বয়ং মুছিয়ে দেবেনএঁদের অশ্রুজল।


এর পরে তিনি আমাকে জীবনজলের নদী দেখালেন। নদীর জল স্ফটিকের মত উজ্জ্বল এবং ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে উৎসারিত।


একটি স্রোতস্বিনী আছে, যার জলধারা পরাৎপরের পবিত্র বাসভূমি ঈশ্বরের নগরীকে করে আনন্দমণ্ডিত।


এর পরে তিনি বললেন, “সুসম্পন্ন হল। আমিই আল্‌ফা এবং ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব।


পবিত্র আত্মা ও বধু বলছেন, ‘স্বাগতম্‌’। যে একথা শোনে সেও বলুক, ‘স্বাগতম্‌’। যে তৃষ্ণার্ত সে আসুক, যে ইচ্ছুক বিনামূল্যে সে পান করুক জীবনবারি।


যখন তোমরা বীজ বপন করবে, প্রভু পরমেশ্বর তখন সেগুলিকে বৃদ্ধি দানের জন্য পাঠাবেন বর্ষার ধারা এবং প্রচুর ফসল দান করবেন, তোমাদের পশুপালের জন্য থাকবে বহুবিস্তৃত চারণভূমি।


তিনি যদি নিষ্ক্রিয় থাকেন তবে কে তাঁকে দোষ দিতে পারে? তিনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে ব্যক্তি তথা সমস্ত জাতি অসহায় হয়ে পড়ে।


তিনি বললেন, এই লোকেরা শীলোহ্-এর শান্ত স্রোতধারাকে বর্জন করেছে আর এখন তারা রাজা রৎসীন এবং রাজা পেকহর ভয়ে কাঁপছে।


এর পরে ইসরায়েলীরা এলিম-এ গিয়ে পৌঁছাল। সেখানে বারোটি ঝর্ণা ও সত্তরটি খেজুর গাছ ছিল। সেখানে জলের কাছাকাছি তারা শিবির স্থাপন করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন