Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 22:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 তোমরা, যারা প্রভুকে সম্ভ্রম কর, গাও তাঁর স্তুতিগান। হে যাকোবের বংশ, জয়ধ্বনি কর তাঁর। ইসরায়েলের সমস্ত গোষ্ঠী কর তাঁর আরাধনা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 মাবুদের ভয়কারীগণ! তাঁর প্রশংসা কর; ইয়াকুবের সমস্ত বংশ! তাঁকে সম্মান কর; তাঁকে ভয় কর, ইসরাইলের সমস্ত বংশ!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 তোমরা যারা সদাপ্রভুকে সম্ভ্রম করো, তাঁর প্রশংসা করো! যাকোবের বংশধর সকল, তাঁর সম্মান করো! ইস্রায়েলের বংশধর সকল, তাঁকে শ্রদ্ধা করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 সদাপ্রভুর ভয়কারিগণ! তাঁহার প্রশংসা কর; যাকোবের সমস্ত বংশ! তাঁহাকে সমাদর কর; তাঁহাকে ভয় কর, ইস্রায়েলের সমস্ত বংশ!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 তোমরা যারা প্রভুর উপাসনা কর, তারা প্রভুর প্রশংসা কর! হে ইস্রায়েলের উত্তরপুরুষগণ প্রভুর প্রতি সম্মান প্রদর্শন কর! হে ইস্রায়েলের মানুষ, প্রভুকে ভয় ও শ্রদ্ধা কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 তোমরা যারা সদাপ্রভুুকে ভয় কর, তাঁর প্রশংসা কর! যাকোবের সমস্ত পূর্বপুরুষেরা, তাঁকে সম্মান করো! তাঁকে ভয়ের কর, ইস্রায়েলের সমস্ত বংশধরেরা!

অধ্যায় দেখুন কপি




গীত 22:23
22 ক্রস রেফারেন্স  

হে প্রভু, তোমাকে কে না ভয় করে? কে না গায় তোমার নামের মহিমা? কারণ একমাত্র তুমিই পবিত্র, সর্বজাতি তোমারই আরাধনা করবে কারণ প্রকাশিত হয়েছে তোমার ন্যায়বিচার।”


যারা তাঁকে সম্ভ্রম করে, যুগ পর্যায়ে যুগে যুগে তাদেরই উপর বর্ষিত হয় তাঁর করুণা।


যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করে, স্থাপন করে আস্থা প্রভুরই উপর, তিনিই তাদের সহায়, তাদের ঢালস্বরূপ।


কৃতজ্ঞতার অর্ঘ্য যে আমায় করে নিবেদন, সে-ই জানায় আমায় যোগ্য সম্মান, সৎপথে চলে যে, তারই কাছে আমি প্রকাশ করব ঐশ্বরিক পরিত্রাণ।


আমার কথা এই, তোমরা পান-ভোজন কিম্বা যা কিছু কর না কেন, সবই যেন ঈশ্বরের গৌরবের জন্য হয়।


দূতের মুখে মেষপালকেরা যেমন শুনেছিল ঠিক তেমনটিই দেখতে পেয়ে তারা ঈশ্বরের গৌরব ও স্তুতি করতে করতে ফিরে গেল।


শক্তিশালী জাতিবৃন্দ গাইবে তোমার প্রশংসাগান হিংস্র নিষ্ঠুর জাতিবৃন্দের অধ্যুষিত নগর জনপদে তুমি হবে তাদের ভীতির কারণ।


যারা তাঁকে সম্ভ্রম করে তিনি পূর্ণ করেন তাদের মনোবাসনা কর্ণপাত করেন তাদের আর্তরবে সত্ত্বর উদ্ধার করেন তাদের।


প্রভুকে সম্ভ্রম করে যারা, উচ্চ-নীচ নির্বিশেষে তাদের সকলকেই তিনি করবেন আশীর্বাদ।


যেন আমি দেখতে পাই তোমার প্রজাদের সমৃদ্ধি, যেন আনন্দিত হতে পারি তোমার প্রিয় জাতির আনন্দে যেন যাদের উপর তোমার একান্ত অধিকার তাদের সাথে গর্বিত হতে পারি তোমার গৌরবে।


হে আমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, আমার অন্তরের অন্তঃস্থলে উচ্চারিত হবে তোমার স্তব, চিরকাল আমি করব তোমার মহিমা কীর্তন।


প্রভুকে সম্ভ্রম করুক সমগ্র পৃথিবী, সমাদরে জগদ্বাসী করুক তাঁর আরাধনা।


আমার ভাবী প্রজন্ম করবে তাঁর আরাধনা, বর্ণনা করবে প্রভুর কীর্তি কাহিনী তাদের উত্তরপুরুষের কাছে।


আমি দাঁড়িয়ে আছি নিরাপদ স্থানে ভক্ত সমাবেশে আমি গাইব প্রভুর জয়গান।


আমি সুবিপুল জনসমাবেশে করব তোমার স্তব, অসংখ্য লোকের মাঝে করব তোমার প্রশংসা গান।


আমি মুক্তকণ্ঠে করব প্রভুর স্তুতিগান, জনসামাবেশে করব তাঁর মহিমাকীর্তন।


প্রভু পরমেশ্বরের গুণকীর্তন কর! সারা অন্তর দিয়ে আমি করব প্রভুর স্তবগান সজ্জনদের সভায়, জনসমাবেশে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন