Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 22:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 সঙ্কট আসন্ন –আমার কাছ থেকে দূরে থেক না তুমি কেউ নেই আমার সহায়!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আমা থেকে দূরে থেকো না, সঙ্কট আসন্ন, সাহায্যকারী কেউ নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 আমার কাছ থেকে তুমি এত দূরে থেকো না, কারণ বিপদ আসন্ন আর কেউ আমাকে সাহায্য করার নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আমা হইতে দূরে থাকিও না, সঙ্কট আসন্ন, সাহায্যকারী কেহ নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তাই, হে আমার ঈশ্বর, আমাকে ছেড়ে যাবেন না! কারণ সংকট নিকটবর্ত্তী। আমাকে সাহায্য করার মত কেউই নেই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আমার কাছ থেকে দূরে থেকো না, কারণ বিপদ প্রায় উপস্হিত; সাহায্য করার কেউ নেই।

অধ্যায় দেখুন কপি




গীত 22:11
18 ক্রস রেফারেন্স  

হে ঈশ্বর, আমার কাছ থেকে দূরে থেক না তুমি, হে আমার ঈশ্বর, সত্বর সাহায্য কর আমায়।


কারণ তিনি শরণাগত অসহায়কে, দীন দুঃখী ও বঞ্চিতকে করেন উদ্ধার।


হে প্রভু পরমেশ্বর কেন দূরে থাক? কেন মুখ লুকাও সঙ্কটকালে?


ইহজীবনের দিনগুলিতে খ্রীষ্ট হাহাকার ও চোখের জলে প্রার্থনা ও বিনতি নিবেদন করেছেন ঈশ্বরের কাছে, যিনি তাঁকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে সমর্থ। তাঁর শ্রদ্ধাভক্তির জন্যই ঈশ্বর তাঁর প্রার্থনা গ্রাহ্য করেছিলেন।


হে প্রভু, আমাকে করো না পরিত্যাগ হে আমার আরাধ্য ঈশ্বর, দূরে সরে থেক না আমার কাছ থেকে।


হে প্রভু পরমেশ্বর সবই দেখেছ তুমি, নীরব থেক না আর, যেও না দূরে সরে হে প্রভু পরমেশ্বর।


আমি যখন দেখলাম, আমাকে সাহায্য করার জন্য কেউ কোথাও নেই, বিস্মিত হয়েছিলাম আমি। কিন্তু আমার ক্রোধ আমাকে শক্তিমান করেছিল, আমি এককভাবেই জয়লাভ করেছিলাম।


আমার কাছে এস, মুক্ত কর আমায়, উদ্ধার কর শত্রুদের কবল থেকে।


পরমেশ্বর ইসরায়েলীদের নিদারুণ দুঃখ-দুর্দশা দেখেছিলেন। ক্রীতদাস অথবা স্বাধীন কেউই রেহাই পায়নি। তাদের সহায় কেউ ছিল না।


প্রভু পরমেশ্বর প্রজাদের পক্ষে ন্যায়বিচার করবেন, নিজ সেবকদের প্রতি হবেন সদয়, কারণ তিনি দেখবেন, তাদের শক্তি নিঃশেষিত, বন্দী অথবা মুক্ত, কেউ আর অবশিষ্ট নেই।


কিন্তু এ সমস্ত এই জন্যই ঘটল যাতে নবীদের লেখা শাস্ত্রবচন পূর্ণ হয়। শিষ্যেরা তখন সকলে তাঁকে ত্যাগ করে পালিয়ে গেলেন।


তখন তিনি অভিশাপ দিয়ে ও শপথ করে বলতে লাগলেন, আমি ঐ লোকটাকে চিনিই না। তখনই মোরগ ডেকে উঠল।


তিনি আবার অস্বীকার করলেন এবং দিব্যি করে বললেন, আমি লোকটাকে চিনিই না।


সারাটি জীবন আমি করেছি নির্ভর তোমারই উপর, আমার জন্মলগ্ন থেকেই তুমি সুরক্ষা করেছ আমায়, মাতৃগর্ভ থেকে তুমিই আমাকে করেছ নিষ্ক্রান্ত, তাই আমি নিয়ত তোমারই জয়গান গাই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন