Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 21:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 হে প্রভু পরমেশ্বর, আপন পরাক্রমে তুমি হও সমুন্নত, গাইব আমরা তোমার বিক্রমের জয়গান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 হে মাবুদ, নিজের বলে উন্নত হও; আমরা তোমার পরাক্রমের গান গাইব ও প্রশংসা করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 হে সদাপ্রভু, নিজের পরাক্রমে মহিমান্বিত হও; আমরা তোমার শক্তির জয়গান ও প্রশংসা করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 হে সদাপ্রভু, নিজ বলে উন্নত হও; আমরা তব পরাক্রম গাহিব ও প্রশংসা করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 প্রভু, আমরা আপনার মহত্বের গৌরব-গাথা গাইবো! হে প্রভু, আপনার বিরাটত্বে আপনি মহিমান্বিত হউন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 সদাপ্রভুু, তোমার শক্তিতে মহিমান্বিত হও; আমরা গান গাব এবং তোমার শক্তির প্রশংসা করব।

অধ্যায় দেখুন কপি




গীত 21:13
16 ক্রস রেফারেন্স  

তোমরা রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমরা ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতেও তেমনি পালিত হোক,


প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর তাঁর তুল্য কে আছে আর? তিনি ঊর্ধ্বলোকে সমাসীন,


ঊর্ধ্বে আকাশে দেখাও তোমার পরাক্রম, দেখাও মহিমা তোমার হে ঈশ্বর, সমগ্রর পৃথিবীতে ব্যাপ্ত হোক তোমার গৌরব!


“হে প্রভু পরমেশ্বর সর্বশক্তিমান তুমি অতীতে ছিলে এবং এখন বর্তমান আমরা তোমার ধন্যবাদ করি, কারণ তুমি মহান ক্ষমতায় বিভূষিত হয়েগ্রহণ করেছ রাজ্য।


আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা কর।


দেখাও মহিমা তোমার হে ঈশ্বর, সমগ্র পৃথিবীতে ব্যাপ্ত হোক তোমার গৌরব।


প্রভু পরমেশ্বর বলেনঃ ক্ষান্ত হও, জেন আমিই ঈশ্বর, জাতিগণের মধ্যে আমিই সমুন্নত এ পৃথিবীতে একমাত্র আমিই গৌরবান্বিত।


ধন্য সনাতন প্রভু পরমেশ্বর, গিরি আশ্রয় আমার। মহামহিম আমার পরিত্রাতা।


আমি কি বলপ্রয়োগ করব? ঈশ্বরের উপরে বল প্রয়োগ? আমি কি তাঁরে বিচারালয়ে নিয়ে যাব? কেউ কি কখনও তাঁকে কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছে?


তুমি মহান, তুমি সর্বশক্তিমান, সকল গৌরব ও রাজকীয় মর্যাদায় তুমি বিভূষিত। স্বর্গ ও পৃথিবীর সব কিছুই তোমার, তুমি রাজরাজেশ্বর, সর্বাধিপতি তুমি।


“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন