Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 21:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তাদের দিকে তোমার উদ্যত ধনু তাদের বাধ্য করবে পলায়নে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 কেননা তুমি তাদেরকে ফিরিয়ে দেবে, তুমি তাদের মুখ তোমার ধনুকে লক্ষ্যবস্তু করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 যখন তারা দেখবে যে তোমার ধনুক তাদের দিকে লক্ষ্য করে আছে তখন তারা পিছনে ফিরবে ও পালাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 কেননা তুমি তাহাদিগকে ফিরাইয়া দিবে, তুমি তাহাদের মুখ তোমার ধনুর্গুণের লক্ষ্য করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 প্রভু, ঐসব লোককে আপনি আপনার ক্রীতদাস করে রেখেছেন। আপনি ওদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধেছেন। আপনি ওদের গলায় দড়ি পরিয়েছেন। আপনি ওদের ক্রীতদাসের মত মাথা নত করিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 কারণ তুমি তাদের ফিরিয়ে দেবে; তুমি তাদের আগে তোমার ধনুক টানবে।

অধ্যায় দেখুন কপি




গীত 21:12
11 ক্রস রেফারেন্স  

তুমি আমার শত্রুপক্ষকে পলায়নে বাধ্য করে থাক, যারা আমার বিদ্বেষী তাদের আমি করি নিশ্চহ্ন।


কিন্তু ঈশ্বর নিক্ষেপ করবেন তাঁর বাণ ওদের উপর, অকস্মাৎ ওরা হবে আহত।


আমি হয়েছি তাঁর ধনুর্বাণের লক্ষ্যস্থল।


যেদিন আকুল হয়ে আমি ডাকব তোমায়, সেদিন পরাজিত হবে আমার শত্রুদল, একথা নিশ্চিত জানি আমি, ঈশ্বর আমার পরম সহায়।


শত্রুর সম্মুখে তুমি আমাদের পলায়নে বাধ্য করেছ, লুণ্ঠন করেছে বিরোধীরা আমাদের সকল সম্পদ।


আমার শত্রুরা পলায়মান, ধরাশায়ী, বিধ্বস্ত তোমার আবির্ভাবে।


ওগো কারারক্ষক, আমি যদি কোন পাপও করি তাতে তোমার কি আসে যায়? তুমি কেন আমাকে তোমার নিশানা করেছ? বল, আমি কি তোমার তোমার এতই বোঝা?


শর নিক্ষেপ করে তিনি তাদের করলেন ছিন্নভিন্ন, অসংখ্য বিদ্যুৎচমকে তারা হল ছত্রভঙ্গ।


পরিকল্পনা কর, যত পার মন্ত্রণা কর কিন্তু দেখো, সবই ব্যর্থ হবে। কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন