Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 21:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তুমি উচ্ছিন্ন করবে পৃথিবী থেকে তাদের সন্তানসন্ততি, লোপ করবে তাদের বংশ মানবসমাজ থেকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তুমি উচ্ছিন্ন করবে দুনিয়া থেকে তাদের ফল, মানবজাতির মধ্য থেকে তাদের বংশ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তুমি তাদের বংশধরদের পৃথিবী থেকে ও মানবসমাজ থেকে তাদের উত্তরপুরুষদের ধ্বংস করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তুমি উচ্ছিন্ন করিবে পৃথিবী হইতে তাহাদের ফল, মনুষ্য-সন্তানদের মধ্য হইতে তাহাদের বংশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 আর তার শত্রুদের পরিবারসমূহ ধ্বংস হয়ে যাবে। তারা এই পৃথিবী থেকে সরে যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 মানবজাতি মধ্যে থেকে তাদের বংশধরদের এবং তাদের সন্তানদের তুমি পৃথিবী থেকে ধ্বংস করবে।

অধ্যায় দেখুন কপি




গীত 21:10
8 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর ন্যায়বিচারে সুপ্রসন্ন, তিনি পরিত্যাগ করেন না তাঁর ভক্তদের, চিরকাল তাদের করেন রক্ষা, কিন্তু দুষ্টদের বংশ হবে নির্মূল।


তাঁর এই পাপে তাঁর বংশ সমূলে ধ্বংস হয়ে গেল।


বিলুপ্ত হোক তার বংশ, মুছে যাক পরবর্তী প্রজন্ম থেকে।


তার সমস্ত ধনসম্পদ ভেসে যাবে ঈশ্বরের ক্রোধের বন্যায়।


দেখ, আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লীর মত। গর্বোদ্ধত ও দুরাচারীরা আগামী সেই দিনে জ্বালানি কাঠের মত পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঝাড়ে মূলে হবে নির্বংশ।


তুমি নিজের দেশ ধ্বংস করেছ, নিধন করেছ স্বজাতিকে। তাই অন্যান্য রাজন্যবর্গের মত তুমি সসম্মানে সমাধিলাভ করবে না।তোমার দুরাচারী বংশের কেউ রক্ষা পাবে না।


খালি হাতে তাদের ছোঁওয়া যায় না, লোহার কাঁটা কিম্বা বর্শার ডগা দিয়ে তাদের খুঁচিয়ে তোলা হয়, আগুণে তাদের পুড়িয়ে ফেলা হয় নিঃশেষে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন