Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 20:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 হে প্রভু পরমেশ্বর, জয়মাল্যে ভূষিত কর তোমার রাজাকে, যখন ডাকব তোমায়, সাড়া দিও আমাদের ডাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 হে মাবুদ, বাদশাহ্‌কে জয় দান কর; যেদিন ডাকি, আমাদের উত্তর দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 হে সদাপ্রভু, রাজাকে বিজয় প্রদান করো! যখন আমরা সাহায্যের জন্য আর্তনাদ করি, আমাদের উত্তর দিয়ো!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 সদাপ্রভু, পরিত্রাণ কর; যে দিন আহ্বান করি, রাজা আমাদিগকে উত্তর দিউন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রভু তাঁর মনোনীত রাজাকে রক্ষা করেছেন! ঈশ্বরের মনোনীত রাজা সাহায্য চাইলো। প্রভু তার উত্তর দিলেন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সদাপ্রভুু, রাজাকে উদ্ধার কর; যখন আমরা ডাকি তখন আমাদের সাহায্য করো।

অধ্যায় দেখুন কপি




গীত 20:9
11 ক্রস রেফারেন্স  

হে আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর, শ্রবণ কর আমার আর্তনাদ, আমি তোমারই কাছে জানাই মিনতি।


হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর তুমিই তোমার প্রজা ইসরায়েলকে কর উদ্ধার।


প্রধান পুরোহিত ও শাস্ত্রীরা তাঁর অলৌকিক কাজ দেখে এবং মন্দিরের মধ্যে ছেলেমেয়েদের “হোশান্না দাউদ কুলতিলক।” এই চীৎকার শুনে খুব ক্রুদ্ধ হলেন।


আদি থেকে হে ঈশ্বর তুমিই আমার রাজা, তোমারই কৃপায় এ বিশ্বজগৎ মহাসঙ্কটে পায় উদ্ধার।


তাঁর সামনে ও পিছনে জনতা চীৎকার করে বলতে লাগল: ‘হোশান্না! দাউদ কুলতিলক! ধন্য তিনি প্রভুর প্রতিভূরূপে যাঁর আগমন। ঊর্ধ্বলোকে হোক হোশান্না ধ্বনি।


হে নগরতোরণ, উন্নত কর শির, উন্মুক্ত হও হে সুপ্রাচীন দ্বার প্রবেশ করবেন মহামহিম রাজা।


হে ঈশ্বর, আমি তোমাকেই ডাকি কারণ আমি জানি তুমি সাড়া দেবে আমার ডাকে। কর্ণপাত কর আমার কথায়, শ্রবণ কর আমার নিবেদন।


এস প্রভু পরমেশ্বর, উদ্ধার কর আমায়। দণ্ড দাও আমার শত্রুদের, কর তাদের শক্তিহীন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন