Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 2:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 প্রভু পরমেশ্বর ও তাঁর অভিষিক্ত রাজার বিরুদ্ধে পৃথিবীর রাজারা হয়েছে সংঘবদ্ধ, শাসককুল মন্ত্রণা করছে একযোগে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 দুনিয়ার বাদশাহ্‌রা দণ্ডায়মান হয়, শাসনকর্তারা একসঙ্গে মন্ত্রণা করে, মাবুদের বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 পৃথিবীর রাজারা উদিত হয় এবং শাসকেরা সংঘবদ্ধ হয় সদাপ্রভুর বিরুদ্ধে ও তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, এই বলে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে, সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাঁহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তাদের রাজারা এবং নেতারা, প্রভু এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হচ্ছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং শাসকরা একসঙ্গে চক্রান্ত করে সদাপ্রভুুর বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, বলে,

অধ্যায় দেখুন কপি




গীত 2:2
27 ক্রস রেফারেন্স  

পুরোহিতেরা ও সমগ্র মহাসভা যীশুর বিরুদ্ধে এমন একটা মিথ্যা সাক্ষ্যের সন্ধানে ছিল যাতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।


পরদিন সকালে পুরোহিত-প্রধানেরা ও সমাজপতিরা সকলে মিলে মন্ত্রণা করতে লাগলেন, কি করে তাঁরা যীশুর মৃত্যু ঘটাতে পারেন।


তুমি ন্যায় ভালবাস, ঘৃণা কর অন্যায়কে, তাই ঈশ্বর–তোমার আরাধ্য ঈশ্বর তোমাকে করেছেন অভিষিক্ত। তোমার সমকক্ষদের তুলনায় তোমাকে তিনি করেছেন অধিকতর সুখী।


আপনারা জানেন যে নাসরতবাসী যীশুকে ঈশ্বর পবিত্র আত্মা ও পরাক্রমে অভিষিক্ত করেছিলেন। তিনি সকলের কল্যাণ সাধন করে বেড়াতেন এবং শয়তানের কবলে যারা উৎপীড়িত হত তাদের সকলকে সুস্থ করতেন কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন।


পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।


আমরা মশীহের দেখা পেয়েছি। (এর অর্থ গ্রীক ভাষায় খ্রীষ্ট।)


বিস্মৃত হয়ো না তোমার শত্রুদের সমস্ত গর্জন, সতত সমুত্থিত হচ্ছে তোমার বিরোধীদের উদ্ধত কোলাহল।


নৃপতিরা দলবদ্ধ হয়ে এই নগরীর বিরুদ্ধে করেছিল অভিযান।


অতএব, হে নৃপতিবৃন্দ, বিবেচনা কর, সতর্ক হও পৃথিবীর শাসকবর্গ।


ঈশ্বর যাঁকে প্রেরণ করেছেন, তিনি ঈশ্বরের বাক্যই উচ্চারণ করেন। কারণ ঈশ্বর তাঁকে তাঁর পবিত্র আত্মার অপরিমেয় আশীর্বাদ দান করেছেন।


আমি মনোনীত করেছি আমার সেবক দাউদকে, পবিত্র তৈলে তাকে আমি করেছি অভিষিক্ত।


হে প্রভু পরমেশ্বর স্মরণ কর, শত্রুরা বিদ্রূপ করেছে তোমাকে, বর্বরের দল কলঙ্ক লেপন করেছে তোমার নামে।


আর সকালে তোমরা দেখতে পাবে প্রভু পরমেশ্বরের মহিমা। তাঁর বিরুদ্ধে তোমাদের বিক্ষোভের কথা তিনি জানতে পেরেছেন। তোমাদের এই বিক্ষোভ আমাদের বিরুদ্ধে নয়, কারণ আমরা কিছুই নই।


তুমি ন্যায় ভালবাস, ঘৃণা কর অন্যায়তাই ঈশ্বর, তোমার ঈশ্বরতোমাকে করেছেন অভিষিক্ত, তোমার সহচরদের চেয়ে তোমাকে দিয়েছেন অধিক আনন্দ।”


যে আমায় ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে।


ঠিক সেই সময়ে কয়েকজন ফরিশী এসে যীশুকে বললেন, আপনি এখান থেকে চলে যান, কারণ হেরোদ আপনাকে হত্যা করতে চায়।


হেরোদ যখন বুঝতে পারলেন যে প্রাচ্যের জ্যোতিষীরা তাঁকে প্রতারণা করেছেন, তখন তিনি অত্যন্ত ত্রুদ্ধ হলেন। তিনি তখনই সৈন্য পাঠিয়ে বেথলেহেম ও তার পাশ্ববর্তী অঞ্চলে দু বছর ও তার কম বয়সের যত শিশুপুত্র ছিল তাদের সকলকে হত্যা করালেন। জ্যোতিষীদের কথামত তিনি এই বয়সেরই হিসাব করেছিলেন।


প্রভু পরমেশ্বরের আত্মা অধিষ্ঠিত আমার উপরে, তিনি অভিষিক্ত করেছেন আমায়, প্রেরণ করেছেন, দীনদরিদ্রের কাছে শুভসংবাদ পৌঁছে দিতে, আরোগ্য করে দিতে ভগ্ন হৃদয়ের দুঃখ বেদনা, বন্দীকে শোনাতে মুক্তির বাণী, কারারুদ্ধ মানুষকে শোনাতে কারামুক্তির সুসংবাদ।


প্রভু তোমার দক্ষিণে আছেন, তাঁর ক্রোধের দিনে তিনি রাজাদের করবেন চূর্ণ।


সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনতে পেলেন, একটি কণ্ঠস্বর তাঁকে বলছেন, শৌল, শৌল, কেন তুমি আমাকে নির্যাতন করছ?


সেই সময়ে প্রধান পুরোহিতবৃন্দ ও জাতির প্রবীণর কায়াফা নামে প্রধান পুরোহিতের প্রাসাদে মিলিত হয়ে পরামর্শ করতে লাগলেন,


কিন্তু একে দেখে তারা হল স্তম্ভিত, সন্ত্রস্ত হয়ে পালিয়ে গেল তারা।


ইদোমী, ইশ্মায়েলী, মোয়াব ও হাগার-বংশধরদের সকল শিবির,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন