Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 19:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 পরমেশ্বরের অনুশাসন ন্যায়সঙ্গত, চিত্তকে করে আনন্দিত। তাঁর অনুজ্ঞা সুস্পষ্ট, মনকে করে বুদ্ধিদীপ্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 মাবুদের সমস্ত আদেশমালা যথার্থ, অন্তরের আনন্দবর্ধক; মাবুদের হুকুম নির্মল, চোখকে আলোকিত করে তোলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 সদাপ্রভুর সমস্ত বিধি সত্য, হৃদয়কে আনন্দিত করে। সদাপ্রভুর আজ্ঞাসকল সুস্পষ্ট, চোখে আলো দান করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্দ্ধক; সদাপ্রভুর আজ্ঞা নির্ম্মল, চক্ষুর দীপ্তিজনক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 প্রভুর সকল বিধি যথাযথ। সেগুলি মানুষকে সুখী করে। প্রভুর আজ্ঞাগুলিও উত্তম। সেগুলি মানুষকে বাঁচার যথার্থ পথ দেখায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 সদাপ্রভুু সমস্ত নির্দেশ ঠিক, হৃদয়কে আনন্দিত করে; সদাপ্রভুু নিয়ম হল খাঁটি, চোখকে আলোকিত করে।

অধ্যায় দেখুন কপি




গীত 19:8
44 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অবিচল, অনাবিল, চুল্লীতে সাতবার শোধিত নিখাদ রূপোর মত।


তোমার বাক্য আমার পথ নির্দেশের প্রদীপ, আমার চলার পথের আলো।


হে সর্বশক্তিমান ঈশ্বর, আমি তোমারই। তোমার বাণী আমার হৃদয় ভরিয়ে দিয়েছে আনন্দ ও উল্লাসে।


ঈশ্বর তাঁর সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করেন। যারা তাঁর শরণ নেয় তিনি তাদের ঢালের মত ঘিরে রেখে রক্ষা করেন।


তোমার শিক্ষায় আমি খুঁজে পেয়েছি আমার চলার সঠিক পথ, তাই ঘৃণা করি আমি সকল মিথ্যাচার।


পরম প্রভুই দান করেন প্রজ্ঞা তিনিই জ্ঞান ও বুদ্ধির উৎস।


তোমার বিধান যদি না হত আমার আনন্দের উৎস, দুঃখ ব্যথায় আমি নিঃশেষ হয়ে যেতাম।


তোমার অনুশাসন পালনে একাগ্র হোক চিত্ত আমার, যেন বরণ করতে না হয় আমায় পরাজয়ের লজ্জা।


কারণ সেই আদেশ প্রদীপ ও সেই শিক্ষা আলোক স্বরূপ, শিক্ষামূলক অনুযোগ জীবনের পথ নির্দেশ করে।


আমার অন্তরতম সত্তা ঈশ্বরের বিধানে আনন্দ প্রকাশ করে,


বিধানের বিধিতেই আমার মৃত্যু হল এবং এই বিধিই আমাকে তার বন্ধন থেকে মুক্তি দিল যেন ঈশ্বরের জন্য জীবনধারণ করি। আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশার্পিত হয়েছি।


কারণ বিধানসম্মত কর্মের দ্বারা ‘কোন মানুষ তাঁর দৃষ্টিতে ধার্মিক প্রতিপন্ন হয় না, কারণ বিধান শুধু পাপবোধ জাগাতে সক্ষম।’


এখন তাহলে আমরা কী বলব? বিধান কি পাপ? কখনই না। বরং বিধান না থাকলে আমার পাপের উপলব্ধি হত না। যেমন বিধান যদি না বলত, লোভ করবে না, তাহলে লোভ যে কি তা আমি জানতে পারতাম না।


তোমার অনুশাসন পালনে আমার অপার আনন্দ, আমি ভুলব না কখনও তোমার নির্দেশ।


অতুল ধনসম্পদ লাভে যে আনন্দ তার চেয়ে বেশী আনন্দ আমি লাভ করেছি তোমার নির্দেশ পালনে।


তোমাদের মধ্যে আমি সঞ্চারিত করব আমার আত্মা এবং লক্ষ্য রাখব যেন তোমরা আমার বিধান ও সমস্ত অনুশাসন পালন কর।


আমার ওষ্ঠাধর করুক তোমার স্তব, কারণ তুমিই শিখিয়েছ আমায় তোমার অনুশাসন।


সঙ্কট ও উদ্বেগে আমি বিপর্যস্ত তবুও তোমার অনুশাসন আমার আনন্দের উৎস।


তোমার বাক্যের প্রকাশ আলোকিত করে বিশ্বচরাচর, অজ্ঞকেও দান করে জ্ঞানের আলো।


ন্যায্য ও সঙ্গত যা কিছু, সকলই করেছি আমি, অত্যাচারীদের হাতে আমায় করো না সমর্পণ।


তোমার আদেশ পালনে উদগ্রীব আমি, আগ্রহে আকুল, তোমার ধর্মশীলতায় সঞ্জীবিত কর আমায়।


ধন্য তুমি হে প্রভু পরমেশ্বর, আমাকে শিখাও তোমার অনুশাসন।


যেন তারা পালন করে তাঁর অনুশাসন, মেনে চলে তাঁর বিধান। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।


হে আমার আরাধ্য ঈশ্বর, তোমার ইচ্ছানুযায়ী চলতে আমি ভালবাসি, তোমার বিধান প্রতিষ্ঠিত আমার অন্তরে।


চেয়ে দেখ, হে প্রভু পরমেশ্বর! উত্তর দাও আমায়! কর আমায় সতেজ, সবল নিদ্রিত হতে দিও না চিরনিদ্রায়।


এদের মধ্যে যখন ঝগড়াবিবাদ হয় তখনও এরা আমার কাছে আসে, আমি উভয় পক্ষের অভিযোগের বিচার করি, তা ছাড়া ঐশ্বরিক অনুশাসন ও নির্দেশ আমিই তাদের জানিয়ে দিই।


কারণ অব্রাহাম আমার কথা শুনেছে এবং আমার সমস্ত আদেশ-নির্দেশ, অনুজ্ঞা, অনুশাসন ও বিধি সবই পালন করেছে।


বিধান কি তবে ঈশ্বরের প্রতিশ্রুতির বিরোধী? কখনও নয়। কিন্তু এমন বিধান যদি দেওয়া হত যার জীবনদানের ক্ষমতা আছে, তাহলে মানুষ সেই বিধানের দ্বারাই ধার্মিকতা লাভ করত।


ন্যায়ের প্রতি যাদের একান্ত নিষ্ঠা, যারা তোমার ইপ্সিত পথের কথা স্মরণে রেখে সেই পথে চলে, তাদের তুমি বরণ করে থাক। তুমি আমাদের উপর ক্রুদ্ধ ছিলে তথাপি আমরা পাপের পথেই চলেছিলাম। তোমার মহাক্রোধ সত্ত্বেও সেই পুরাকাল থেকে আমরা পাপাচারে ক্ষান্ত হই নি।


আমার এ প্রবাস জীবনে তোমার অনুইশাসনই আমার গানের বাণী।


তোমার বিধি বিধান আমার আনন্দস্বরূপ তারাই আমার উপদেষ্টা।


স্বর্গলোক থেকে তুমি এসেছিলে নেমে সিনাই শৈলে, বলেছিলে কথা তাদের সাথে, দিয়েছিলে অনুশাসন আর ন্যায়ের বিধান।


তখন সকলে মহানন্দে ভোজন পান করে উৎসব পালন করার জন্য বাড়িতে ফিরে গেল। যারা কিছু জোগাড় করতে পারেনি তাদেরও খাদ্যের অংশ দিল, কারণ তারা বিধানের অর্থ সম্যকভাবে বুঝতে পেরেছিল।


সেই উৎসবে তুমি, তোমার পুত্র-কন্যা, দাসদাসী তোমাদের নগরবাসী লেবীয়, বিদেশী, পিতৃহীন ও বিধবা সকলেই আনন্দ করবে।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে পবিত্র স্থান মনোনীত করবেন, সেখানে তাঁর সাক্ষাতে তুমি, তোমার পুত্র-কন্যা, তোমার নগরে বসবাসকারী লেবীয়, তোমাদের মাঝে যারা বিদেশী, পিতৃহীন, বিধবা আছে তাদের সকলকে নিয়ে আনন্দোৎসব করবে।


আমি তোমাদের যেসব নিখিত বিধান ও অনুশাসন দিয়েছি সর্বদা তাই মেনে চলবে। কখনও অন্য দেবতাদের পূজা করবে না।


শাশ্বত তোমার সকল অনুশাসন হে প্রভু পরমেশ্বর, পবিত্রতা তোমার ভবনের শোভা, যুগে যুগে চিরকাল।


সকল কর্মেই তিনি সত্যপরায়ণ ও ন্যায়নিষ্ঠ, যথার্থ তাঁর সমস্ত নির্দেশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন