Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 19:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 প্রভাতে বাসর থেকে বরের মত সে বেরিয়ে আসে, ছুটে চলে আনন্দে বীরের মত আপন পথে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 সে বরের মত তাঁর বাসরগৃহ থেকে বেরিয়ে আসে, বীরের মত স্বীয় পথে দৌড়াবার জন্য আনন্দ করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 সূর্য্য জ্যোতির্ময় বরের মতো বাসরঘর থেকে বেরিয়ে আসে; বিজয়ী বীরের মতো আনন্দে ছুটে চলে আপন পথে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 সে বরের ন্যায় আপন বাসরগৃহ হইতে নির্গত হয়, বীরের ন্যায় স্বীয় পথে দৌড়িবার জন্য আমোদ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 সকালের সূর্য বাসরঘর থেকে পরিতৃপ্ত বরের মত বেরিয়ে আসে। সূর্য হচ্ছে একজন দৌড়বাজের মত। আকাশের এপার থেকে ওপার পর্যন্ত তার দৌড়ের প্রতিযোগিতায় দৌড়বার জন্য উদগ্রীব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সূর্য্য তার ঘর থেকে বরের মত বেড়িয়ে আসে এবং ছুটে চলে আনন্দে বীরের মত নিজের পথে।

অধ্যায় দেখুন কপি




গীত 19:5
8 ক্রস রেফারেন্স  

যুবক যেমন কুমারী কন্যাকে গ্রহণ করে বধূরূপে, তেমনই তিনি বিবাহ করবেন তোমায়, গ্রহণ করবেন বধূরূপে তিনি তোমায় গড়ে তুলবেন আবার। পরিণীতা বধূর সাহচর্যে বর যেমন মগ্ন হয় আনন্দে, সেই আনন্দ লাভ করবেন তোমার আরাধ্য ঈশ্বর তোমাকে লাভ করে।


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


বধূ যার পাশে থাকে সেই-ই হচ্ছে বর। বরের বন্ধু বরের পাশে দাঁড়িয়ে তার কথা শোনে আর আনন্দ উপভোগ করে। আজ আমিও সেই পরিপূর্ণ আনন্দ লাভ করেছি।


সূর্য উদিত হয়, চলে যায় অস্তাচলে, আবার ফিরে আসে উদয়ের পথে।


যেন তার আলোক পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপ্ত হয়, এবং উৎখাত করে মন্দকে তার গোপন স্থান থেকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন