Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 18:48 - পবিএ বাইবেল CL Bible (BSI)

48 তিনিই উদ্ধার করেছেন আমায় শত্রুদের কবল থেকে, বিজয়ী করেছেন বিরোধীদের উপরে, দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করেছেন আমায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

48 তিনি আমার দুশমনদের থেকে আমাকে উদ্ধার করেন; যারা আমার বিরুদ্ধে উঠে, তুমি তাদের উপরেও আমাকে উন্নত করছো, তুমি দুর্বৃত্ত লোক থেকে আমাকে উদ্ধার করছো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

48 তিনি আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করেন। আমার প্রতিপক্ষদের থেকে তুমি আমাকে উন্নত করেছ; মারমুখী লোকের কবল থেকে তুমি আমাকে রক্ষা করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

48 তিনি আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন; যাহারা আমার বিরুদ্ধে উঠে, তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ, তুমি দুর্ব্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিতেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

48 প্রভু, আপনি শত্রুর হাত থেকে আমায় বাঁচিয়েছেন। যারা আমার বিরুদ্ধে গিয়েছিল, তাদের পরাস্ত করতে আপনি আমায় সাহায্য করেছেন। নিষ্ঠুর মানুষের হাত থেকে আপনি আমায় রক্ষা করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

48 তিনিই উদ্ধার করেছেন আমায় শত্রুদের কবল থেকে, বিজয়ী করেছেন বিরোধীদের উপরে, অত্যাচারিতদের থেকে উদ্ধার করেছ আমায়।

অধ্যায় দেখুন কপি




গীত 18:48
9 ক্রস রেফারেন্স  

নিন্দুক প্রতিষ্ঠা পাবে না দেশে, অমঙ্গল গ্রাস করবে হিংস্র ব্যক্তিকে, সমূলে করবে বিনাশ।


হে প্রভু, দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা কর, হিংস্র লোকদের হাত থেকে নিস্তার কর আমায়, ওরা আমাকে পদস্খলিত করার চক্রান্ত করেছে।


হে প্রভু পরমেশ্বর উদ্ধার কর আমায় দুর্জনদের কবল থেকে, হিংস্র লোকদের হাত থেকে রক্ষা কর আমায়।


হে ঈশ্বর, উদ্ধত অত্যাচারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, হিংস্র লোকেরা আমার প্রাণনাশের চেষ্টায় রত, তোমাকে তারা করেছে উপেক্ষা।


তার যত অন্যায় অত্যাচার চরম আঘাত হয়ে শেষে নেমে আসে তারই উপরে।


সেইজন্যই ঈশ্বর তাঁকে সর্বোচ্চ মহিমায় উন্নীত করলেন এবং সকল নামের চেয়েও শ্রেষ্ঠ এক অনুপম নামে বিভূষিত করলেন,


পরাক্রান্ত তোমার বাহু, অমিত শক্তিধর সমুন্নত তোমার দক্ষিণ হস্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন