Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 18:47 - পবিএ বাইবেল CL Bible (BSI)

47 তিনি সেই ঈশ্বর, যিনি আমার হয়ে গ্রহণ করেছেন প্রতিশোধ, সকল জাতিকে দমন করে এনেছেন অধীনে আমার

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

47 সেই আল্লাহ্‌ আমার পক্ষে প্রতিশোধ নেন, জাতিদেরকে, আমার অধীনে দমন করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

47 তিনিই সেই ঈশ্বর যিনি আমার হয়ে প্রতিশোধ নেন, তিনি জাতিদের আমার অধীনস্থ করেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

47 সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন, জাতিগণকে আমার অধীনে দমন করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

47 ঈশ্বর আমার জন্য আমার শত্রুদের শাস্তি দিয়েছেন। তিনি লোকদের আমার অধীনে এনে দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

47 তিনি সেই ঈশ্বর, যিনি আমার হয়ে প্রতিশোধ গ্রহণ করেছেন, যিনি জাতিদের আমার অধীনে করেন।

অধ্যায় দেখুন কপি




গীত 18:47
7 ক্রস রেফারেন্স  

তিনি জাতিগণকে আমাদের অধীন করেছেন, নানা জাতিকে করেছেন আমাদের পদানত।


বন্ধুগণ, তোমরা নিজেরা প্রতিশোধ নিয়ো না, প্রতিফল দেবার ভার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। শাস্ত্রে আছে, প্রভু বলেছেন, “প্রতিশোধের দায়িত্ব আমার, আমিই প্রতিফল দেব।”


প্রভু পরমেশ্বর অদ্বিতীয়, কোন প্রতিদ্বন্দ্বীকে তিনি সহ্য করেন না। যারা তাঁর বিরোধিতা করে, তিনি তাদের শাস্তি দেন, শত্রুদের উপর প্রতিশোধ নেন।


অবিচল প্রেমের উৎস তিনি, তিনিই আমার দুর্গ, আমার সুদৃঢ় আশ্রয় তিনি, আমার মুক্তিদাতা। তিনিই আমার ঢাল, আমি তাঁরই শরণাগত, জাতিসমূহকে তিনিই আনেন আমার অধীনে।


তুমিই সেই ঈশ্বর, তুমি আমায় শত্রুর ওপর বিজয়ী করেছ, জাতিবৃন্দকে করেছ আমার পদানত।


প্রতিশোধ গ্রহণ ও প্রতিফল দান আমারই কর্ম, ওদের পদস্খলনের সময় আসন্ন, আসন্ন ওদের বিপত্তির দিন, অবিলম্বে নেমে আসছে ওদের নিরূপিত দণ্ড।


এস, আমরা প্রভু পরমেশ্বরের জয়গান গাই, আমাদের ত্রাণকর্তার উদ্দেশে করি হর্ষধ্বনি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন