Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 18:39 - পবিএ বাইবেল CL Bible (BSI)

39 কারণ তুমিই বাহুবল দিয়েছ আমায়, দিয়েছ রণশক্তি, আমার বিরোধীদের তুমি করেছ আমার অধীন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

39 কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়ে আমার কোমর বেঁধেছ; যারা আমার বিরুদ্ধে উঠেছিল, তাদেরকে তুমি আমার অধীনে নত করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

39 যুদ্ধের জন্য তুমি আমাকে শক্তি দিয়েছ; আমার সামনে আমার বিপক্ষদের তুমি নত করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছ; যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

39 ঈশ্বর, যুদ্ধে আপনিই আমাকে শক্তিশালী করেছেন। আপনিই আমার শত্রুকে আমার সামনে ভূপতিত করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

39 কারণ তুমি যুদ্ধের জন্য আমার উপর শক্তি দিয়ে কটিবন্ধন করেছ; তুমি আমার বিরুদ্ধে উঠে দাঁড়াও।

অধ্যায় দেখুন কপি




গীত 18:39
13 ক্রস রেফারেন্স  

এই ঈশ্বরই আমাকে করেছেন পরাক্রান্ত, আমার পথকে করেছেন নিরঙ্কুশ।


তিনি সব কিছুই খ্রীষ্টের পদানত করলেন এবং তাঁকে, মণ্ডলীর সর্বাধিপতিরূপে প্রতিষ্ঠিত করলেন।


যে আমায় ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে।


বলদের মত বোঝা বয়ে বয়ে ক্লান্ত আমরা, তবু বিশ্রামের অবসর নেই ক্ষণেকের তরে।


প্রভু পরমেশ্বর ইসরায়েলকে বলেছেন, মিশর ও সুদানের ঐশ্বর্যসম্ভার হবে তোমার, শেবা দেশের দীর্ঘকায় মানুষ হবে তোমার ক্রীতদাস অনুসরণ করবে তোমার শৃঙ্খলে আবদ্ধ হয়ে। তোমার কাছে প্রণত হয়ে স্বীকার করবে তারা, ঈশ্বর সঙ্গে আছেন তোমার একমাত্র তিনিই ঈশ্বর।


যে আমার অন্বেষণ করে না, সে নিজেরই অনিষ্ট করে, যারা আমাকে উপেক্ষা করে, মৃত্যুর সাথেই তাদের মিতালি।


দুষ্কর্মেই দুর্জনের বিনাশ, ধর্মনিষ্ঠের প্রতি বিদ্বেষী যারা,তাদের দণ্ড অনিবার্য।


তিনি তাঁদের বললেন, তোমাদের ঈশ্বর প্রভু এতাবৎকাল তোমাদের সহায় রয়েছেন এবং সর্বতোভাবে তোমাদের শান্তি দিয়েছেন। এদেশের সমস্ত আদি অধিবাসীদের উপর তিনি আমাকে বিজয়ী করেছেন, এখন তারা তোমাদের ও প্রভু পরমেশ্বরের বশীভূত।


যে ক্ষমতায় তিনি সব কিছু নিজের বশে আনতে সমর্থ সেই ক্ষমতাতেই তিনি আমাদের এই দীন দেহ নিজ গৌরবোজ্জ্বল দেহের সাদৃশ্যে রূপান্তরিত করবেন।


উদাত্ত কণ্ঠে বল তাঁকে, কী বিস্ময়কর তােমার মহান কীর্তি! শত্রুকুল মাথা নত করবে তোমার পরাক্রমের কাছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন