Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 18:36 - পবিএ বাইবেল CL Bible (BSI)

36 তুমি প্রশস্ত করেছ আমার পথ, তাই হয়নি স্খলিত আমার চরণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 তুমি আমার নিচে চলার পথ প্রশস্ত করেছ, আর আমার চরণ বিচলিত হয় নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ, যেন আমার পা পিছলে না যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 তুমি আমার নীচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুল্‌ফ বিচলিত হয় নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 আমার পা এবং গোড়ালি শক্ত করে দিন, যেন আমি হোঁচট না খেয়ে দ্রুত দৌড়তে পারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 তুমি আমার পায়ের জন্য, নীচে একটি প্রশস্ত জায়গা তৈরী করেছ যাতে আমার পা বিচলিত না হয়।

অধ্যায় দেখুন কপি




গীত 18:36
9 ক্রস রেফারেন্স  

সে পথে কোন বাধা তোমার গতিরোধ করতে পারবে না। দৌড়ালেও তুমি পড়ে যাবে না।


তুমি আমায় দিয়েছ চলার জন্য প্রশস্ত পথ তাই স্খলিত হয় নি আমার চরণ।


(গীতিকার বলেন) হে আমার ঈশ্বর, আমার রক্ষক তুমি, আমি ডাকলে তুমি সাড়া দিও। সঙ্কটে তুমি আমাকে দিয়েছ স্বস্তি, আমার প্রতি দয়া কর, নিবেদন শোন আমার।


ঈশ্বর আপনাকে বিপদ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে এনেছিলেন, যেখানে কোন অস্বস্তি নেই, প্রচুর সুখাদ্য পরিবেশন করা হয়েছিল আপনার সামনে।


আমাকে একটি বাপ্তিষ্ম গ্রহণ করতে হবে, সেটি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি উদগ্রীব হয়ে আছি।


তার পদক্ষেপ ছিল দৃঢ়, কিন্তু আজ সে উছোট খাবে, তার নিজের গড়া পরিকল্পনাই তার পতন ঘটাবে।


আমার প্রাণ নাশের চেষ্টায় উন্মুখ যারা, মৃত্যুলোক গ্রাস করুক তাদের।


ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি! আমি তোমায় শক্তিমান করব সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন