Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 18:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 আমি পালন করেছি তাঁর সকল অনুশাসন। লঙ্ঘন করিনি তাঁর নির্দেশমালা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 কারণ তাঁর সমস্ত অনুশাসন আমার সম্মুখে ছিল, আমি তাঁর বিধি আমা থেকে দূর করি নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 তাঁর সব বিধান আমার সামনে রয়েছে, তাঁর আদেশ থেকে আমি কখনও দূরে সরে যাইনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 কারণ তাঁহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল, আমি তাঁহার বিধি আমা হইতে দূর করি নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 আমি সর্বদাই প্রভুর নির্দেশসমূহ স্মরণে রাখি। আমি তাঁর নির্দেশিত বিধি পালন করি!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 তাঁর সমস্ত ধার্মিক শাসন আমার সামনে ছিল; তাঁর নিয়ম অনুযায়ী, আমি তাদের থেকে দূরে যায় নি।

অধ্যায় দেখুন কপি




গীত 18:22
9 ক্রস রেফারেন্স  

তোমার মুখনিঃসৃত সকল শাসনবিধি উচ্চারণ করবে বার বার আমার ওষ্ঠাধর।


তোমার বিধিব্যবস্থা পালনে আমি কৃতসঙ্কল্প, আজীবন এ আমার পণ।


তোমার শিক্ষায় আমি খুঁজে পেয়েছি আমার চলার সঠিক পথ, তাই ঘৃণা করি আমি সকল মিথ্যাচার।


আমাকে ধরে রাখ তাহলে আমি উদ্ধার পাব, সর্বদা মেনে চলব তোমার অনুশাসন।


বাধ্যতারই পথ আমি বেছে নিয়েছি, তোমার শাসনবিধি রেখেছি সম্মুখে।


কিছুক্ষণ পরে যীশু তাকে মন্দিরের মধ্যে দেখতে পেয়ে বললেন, এবার তুমি সুস্থ হয়েছ। পাপের পথ ত্যাগ কর নইলে তোমার অবস্থা আগের চেয়েও খারাপ হবে।


তারপর তুমি তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুখে এসে বলবে, ‘আমার ফসলের পবিত্র অংশ আমি আমার বাড়ি থেকে স্থানান্তরিত করেছি এবং তোমার নির্দেশ অনুযায়ী লেবীয়, প্রবাসী, অনাথ ও বিধবাদের জন্য দান করেছি। আমি তোমার কোন নির্দেশ লঙ্ঘন করি নি বা ভুলে যাই নি।


সেই দশমাংশ থেকে আমি শোক পালনের সময়ে কিছু খাই নি বা অশৌচ অবস্থায় তার কিছু স্থানান্তরিত করি নি কিংবা মৃতের উদ্দেশে তার কোন অংশ আমি উৎসর্গ করি নি। আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাক্য আমি পালন করেছি এবং তোমার নির্দেশ মতই আমি সব কাজ করেছি।


তাঁর নির্দেশিত পথে আমি চলেছি, তাঁর পথ অনুসরণ করেছি, বিপথে যাইনি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন