Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 18:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 আমার সততা অনুসারেপ্রভু পরমেশ্বর পুরস্কৃত করলেন আমায়। আমার হাত ছিল অমলিন তাই তিনি আমায় ধন্য করলেন আশীর্বাদে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 মাবুদ আমার ধার্মিকতানুযায়ী পুরস্কার দিলেন, আমার হাতের পবিত্রতা অনুযায়ী ফল দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 আমার ধার্মিকতা অনুযায়ী সদাপ্রভু আমায় প্রতিফল দিলেন, আমার হাতের পরিচ্ছন্নতা অনুযায়ী আমাকে পুরস্কৃত করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 সদাপ্রভু আমার ধার্ম্মিকতানুযায়ী পুরস্কার দিলেন, আমার হস্তের শুচিতানুযায়ী ফল দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 আমি নিস্পাপ, তাই প্রভু আমাকে আমার যোগ্য পুরস্কার দেবেন। আমি কোন অন্যায় কাজ করি নি, তাই তিনি আমার জন্য হিতকর কাজই করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 আমার ধার্মিকতার কারণে সদাপ্রভুু আমাকে পুরস্কৃত করেছেন; আমার হাত শুচি করার কারণে তিনি আমাকে পুরষ্কার দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি




গীত 18:20
19 ক্রস রেফারেন্স  

নিষ্কলুষ যার হাত, হৃদয় নির্মল অলীক বস্তুর প্রতি নেই যার মোহ, করে না যে মিথ্যা শপথ,


প্রত্যেকেই একই উদ্দেশ্যে কাজ করে। রোপক ও সেচক, প্রত্যেকেই তাদের শ্রম অনুযায়ী মজুরী লাভ করবে।


তোমরা গোপনে দান করবে। তোমাদের স্বর্গস্থ পিতা গোপন সব কিছুই দেখতে পান। তিনিই তোমাদের প্রতিদান দেবেন।


অসৎ উপায়ে অর্জিত ধন থাকে না, ন্যায় পথে উপার্জিত অর্থ আশীর্বাদযুক্ত।


সকলেই বলবে তখনঃ সত্যই ধার্মিকের পুরস্কার আছে, পৃথিবীর বিচারক ঈশ্বর সত্যই আছেন।


বস্তুতঃ এই রকম একজন প্রধান পুরোহিতই আমাদের পক্ষে উপযুক্ত। যিনি পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, পাপীদের চেয়ে ভিন্ন এবং সমস্ত স্বর্গলোকের ঊর্ধ্বে উন্নীত।


স্বয়ং প্রভু পরমেশ্বর পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির উদ্দেশে ঘোষণা করে বলছেনঃ সিয়োন কন্যাকে বল, তোমার ত্রাণকর্তা আসছেন! সাথে নিয়ে আসছেন তাদের, যাদের তিনি করেছেন উদ্ধার।


আমি বললাম, পরিশ্রম করেছি আমি কিন্তু সকলই হয়েছে ব্যর্থ! সমস্ত শক্তি আমার নিয়োগ করেছি আমি কিন্তু বৃথা গেছে সব। তবু প্রভু পরমেশ্বরে আমার আস্থা অবিচল আমি পাব তাঁর সুবিচার তিনি দেবেন আমায় আমার শ্রমের পুরস্কার।


তিনি নিরীহ লোকদের উদ্ধার করেন, তোমার আচরণ যদি নিখুঁত হয় তাহলে তিনি তোমাকেও উদ্ধার করবেন।


হে প্রভু পরমেশ্বর, তোমার যজ্ঞবেদী প্রদক্ষিণ করার আগে আমি শুদ্ধ করি নিজেকে পাপের কালিমা থেকে।


তাই আমার সততা অনুসারে প্রভু পরমেশ্বর পুরস্কৃত করলেন আমায়। কারণ তাঁর দৃষ্টিতে আমার হাত ছিল অমলিন।


হে প্রভু পরমেশ্বর, তুমি সর্বমানবের বিচারক। তুমি জান হে প্রভু, আমি নির্দোষ, ন্যায়বিচার সম্পন্ন কর আমার সপক্ষে।


হে প্রভু পরমেশ্বর আমার আরাধ্য ঈশ্বর, যদি অন্যায় করে থাকি আমি, আমার হাত যদি কোন দুষ্কর্মে হয়ে থাকে কলঙ্কিত


এই বলে তিনি উচ্চরবে কাঁদতে লাগলেন। পরে তিনি আবার দাউদকে বললেন, তুমি আমার চেয়ে ধার্মিক। তুমি আমার ভাল করেছ, কিন্তু আমি তোমার অনিষ্ট করেছি।


ঈশ্বর আপনাকে বিপদ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে এনেছিলেন, যেখানে কোন অস্বস্তি নেই, প্রচুর সুখাদ্য পরিবেশন করা হয়েছিল আপনার সামনে।


হে প্রভু পরমেশ্বর, বিপন্ন আমি, কৃপা কর আমার প্রতি। দুঃখ দহনে জীর্ণ এ দেহমন, দৃষ্টি হয়েছে ক্ষীণ অবিরল অশ্রুপাতে।


চরম সঙ্কটের মাঝে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, প্রভু সাড়া দিলেন আমায়, করলেন উদ্ধার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন