Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 18:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 শর নিক্ষেপ করে তিনি তাদের করলেন ছিন্নভিন্ন, অসংখ্য বিদ্যুৎচমকে তারা হল ছত্রভঙ্গ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 তিনি তাঁর তীর মারলেন, তাদেরকে ছিন্নভিন্ন করলেন; অনেক বিদ্যুৎ চম্‌কিয়ে তাদেরকে বিশৃঙ্খল করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 তিনি তাঁর তির ছুঁড়লেন ও শত্রুদের ছত্রভঙ্গ করে দিলেন, বজ্রবিদ্যুতের সাথে তাদের পর্যুদস্ত করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 তিনি আপন বাণ ছাড়িলেন, তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন; বহু বজ্র ছাড়িয়া তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 প্রভু তাঁর তীরসমূহ নিক্ষেপ করে শত্রুদের ছত্রভঙ্গ করে দিলেন। প্রভু তীরের মত ক্ষিপ্রগতিতে অনেকগুলো অশনিপাত করলেন এবং লোকরা বিভ্রান্ত হয়ে ছড়িয়ে পড়লো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তিনি তাঁর তীর ছুঁড়লেন এবং তাঁর শত্রুদের ছিন্নভিন্ন করলেন; অনেক বজ্র তাদের বিক্ষিপ্ত করল।

অধ্যায় দেখুন কপি




গীত 18:14
20 ক্রস রেফারেন্স  

বিদ্যুৎ হেনে তুমি কর তাদের ছত্রভঙ্গ, বিধ্বস্ত কর শরাঘাতে।


প্রভু পরমেশ্বর সকলকে শোনাবেন তাঁর রাজকীয় কন্ঠস্বর, অনুভব করাবেন তাঁর ক্রোধের দারুণ অগ্নিজ্বালা। বজ্রমেঘের প্রচণ্ড গর্জন, বিদ্যুতের লেলিহান শিখা ও তুমুল শিলাবৃষ্টির দাপটে চারিদিকে কাঁপতে থাকবে।


মেঘপু্ঞ্জ বর্ষণ করল বারিধারা, আকাশ হল বজ্রনাদে মুখর, ঝলসে উঠল তোমার অগ্নিবাণ চতুর্দিকে।


সর্বশক্তিমান ঈশ্বর তাঁর শরজালে বিদ্ধ করেছেন আমাকে, সেগুলির বিষে দেহ আমার জর্জরিত, ঈশ্বর পরিচালনা করেছেন এক ভয়াবহ আক্রমণ আমার বিরুদ্ধে।


ইসরায়েলীদের সম্মুখে প্রভু পরমেশ্বর তাদের দিশেহারা করে দিলেন এবং যিহোশূয় গিবিয়োনে তাদের চূড়ান্ত ভাবে পরাস্ত করলেন। তিনি বেথ-হোরোণের গিরিপথ ধরে তাদের পিছনে তাড়া করে গেলেন এবং আসেকা ও মাক্কেদা পর্যন্ত তাদের উপর আক্রমণ চালিয়ে গেলেন।


আমার শরসমূহকে কবর প্রমত্ত নিহত ও বন্দীদের শোণিত পানে, তাদের মাংস ভক্ষণ করবে আমার তরবারি, শত্রু সেনানীর মস্তক করবে লেহন।


তাদের উপর আমি চাপিয়ে দেব অন্তহীন অমঙ্গলের বোঝা, নিক্ষেপ করব আমার শরজাল তাদের দিকে।


মিশর থেকে ঈশ্বর তাকে উদ্ধার করে এনেছেন, বন্যবৃষের বিক্রমের মতই তিনি তার পরাক্রমস্বরূপ। তার বিরোধী জাতিসমূহকে সে করবে গ্রাস, তাদের অস্থি করবে চূর্ণ শরজালে করবে তাদের বিদীর্ণ।


তাদের দিকে তোমার উদ্যত ধনু তাদের বাধ্য করবে পলায়নে।


তুমি কি তড়িৎ শিখারাশিকে ঝলসে ওঠার নির্দেশ দিলে তারা কি এসে তোমাকে বলবে, এই যে হুজুর, আমরা হাজির।


প্রভুর বিপক্ষে যারা, তারা হবে চূর্ণ, আকাশ থেকে তিনি বজ্রপাত করবেন তাদের উপর, নিখিল বিশ্বের বিচার করবেন প্রভু তিনি তাঁর রাজাকে করবেন বলদৃপ্ত উন্নত করবেন তাঁর অভিষিক্তের শির।


তারপরে গর্জন করে ওঠে তাঁর কণ্ঠ, ধ্বনিত হয় তাঁর বজ্রকণ্ঠ গুরুগম্ভীর স্বরে, বিদ্যৎমালাকে তখন সংবরণ করেন না তিনি।


ঈশ্বরের বজ্রকণ্ঠের নির্দেশে আশ্চর্য সব ঘটনা ঘটে, আমরা বুঝি না তাঁর পরমাশ্চর্য কর্মের মর্ম।


সমুদ্র কল্লোলে ধ্বনিত প্রভুর মহানাদ, বজ্রধ্বনি করেন মহামহিম ঈশ্বর, তরঙ্গ ভঙ্গে জাগে তাঁর মেঘমন্দ্র স্বর।


প্রভুর মহা নির্ঘোষে বিচ্ছুরিত হয় অগ্নিশিখা।


ঘূর্ণিবায়ুতে নিনাদিত হল তোমারবজ্রের ধ্বনি, বিদ্যুৎ ঝলকে ভুবন হল আলোকিত টলমল হল পৃথিবী মহাপ্রকম্পনে।


প্রভু পরমেশ্বর গুরুগম্ভীর গর্জনে আদেশ দেন তাঁর সেনাবাহিনীকে, সেনাবাহিনী তাঁর আদেশ পালন করে। প্রভুর সেই নির্দিষ্ট দিন মহাভয়ঙ্কর, এর হাত থেকে কারো রেহাই নেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন