Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 16:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 প্রভুকে নিয়ত আমি রাখি সম্মুখে তিনি আছেন পাশে আমার, আমি হব না বিচলিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আমি মাবুদকে নিয়ত সম্মুখে রেখেছি; তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হব না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি। তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি; তিনি ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 আমি সর্বদাই প্রভুকে আমার সামনে রাখি। আমি কখনই তাঁর দক্ষিণ পাশ ছেড়ে যাবো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আমি সব দিন সদাপ্রভুুকে আমার সামনে রেখেছি! তাই তিনি আমার ডান দিকে, আমি বিচলিত হব না।

অধ্যায় দেখুন কপি




গীত 16:8
13 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরই তোমার রক্ষক, তিনিই তোমার আচ্ছাদন, তোমার দক্ষিণে তিনি নিত্যবিরাজিত।


তিনিই আমার একমাত্র আশ্রয় গিরি, আমার পরিত্রাণ, আমার দুর্গ, কখনও বিচলিত হব না আমি।


তবুও আমি নিরন্তর তোমারই সঙ্গে আছি, তুমিই ধরে আছ আমার হাত।


প্রভু তোমার দক্ষিণে আছেন, তাঁর ক্রোধের দিনে তিনি রাজাদের করবেন চূর্ণ।


দুর্বল হয়ে পড়েছে আমার দেহমন, তবু ঈশ্বরই আমার শক্তির আধার, সর্বস্ব আমার, চিরদিন! চিরকাল!


তিনি দীনহীনের পক্ষে দাঁড়ান, মৃত্যুদণ্ডের হাত থেকে তিনিই তাকে করেন উদ্ধার।


বিশ্বাসে নির্ভর করে তিনি মিশর পরিত্যাগ করলেন। রাজরোষের ভয় করলেন না। যিনি অদৃশ্য তাঁকে প্রত্যক্ষ করেই তিনি সবকিছু সহ্য করলেন।


ঋণের বিনিময়ে যে নেয় না কোন সুদ, নির্দোষের বিরোধিতা করে না উৎকোচের বিনিময়ে। এমন যে মানুষটি সে কখনও হবে না বিচলিত।


যদি গণনা করতে যাই, দেখি, তার সংখ্যা বালুকারাশির চেয়েও বেশী। আমি যখন জেগে উঠি তখনও তোমার কাছেই থাকি।


রাজার হাতেই বন্দী হবে রাজার শত্রুদল, বিরোধীদের খুঁজে বের করবে তাঁর শক্তিমান হাত।


তোমরা কতকাল আক্রমণ চালাবে হেলে পড়া দেওয়ালের মত, ভাঙ্গা বেড়ার মত ঐ মানুষটির বিরদ্ধে? আর কতকাল তাকে বিধ্বস্ত করবে সকলে মিলে?


আমার মুক্তি ও গৌরব ঈশ্বরেরই দান, ঈশ্বরই আমার আশ্রয়, সুদৃঢ় শৈল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন