Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 16:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 অন্য দেবতাদের আরাধনা করে যারা, তাদের দুঃখ অশেষ। সেই দেবতাদের কাছে আমি কখনও দেব না রক্তের অঞ্জলি, তাদের নাম করব না উচ্চারণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 যারা দেব-দেবতাকে উপহার দেয় তাদের যাতনা বৃদ্ধি পাবে; রক্তরূপ তাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করবো না, আমার ওষ্ঠাধরে তাদের নাম নেব না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যারা অন্য দেবতাদের পিছনে ছোটে তারা আরও বেশি কষ্ট পাবে; আমি সেই দেবতাদের উদ্দেশে রক্তের নৈবেদ্য উৎসর্গ করব না এমনকি তাদের নামও উচ্চারণ করব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যাহারা অন্য [দেবতাকে] উপহার দেয়, তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে; রক্তরূপ তাহাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 কিন্তু যারা অন্যান্য দেবতার পূজা করতে ছুটে যায় তারা অনেক যন্ত্রণায় পড়বে। যে রক্ত তারা ঐসব দেবমূর্ত্তিতে উৎসর্গ করে, আমি সেই উৎসর্গের সামিল হব না। এমনকি আমি ঐসব দেবমূর্ত্তির নামও উচ্চারণ করবো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যারা অন্য দেবতাদের খোঁজে, তাদের যন্ত্রণা বৃদ্ধি হবে। আমি তাদের দেবতাদের কাছে রক্ত নিয়ে নৈবেদ্য উৎসর্গ করব না এবং আমার মুখে তাদের নামও নেব না।

অধ্যায় দেখুন কপি




গীত 16:4
15 ক্রস রেফারেন্স  

আমি তোমাদের যে সব নির্দেশ দিয়েছি, সযত্নে পালন করবে। অন্য কোন দেবতার নামে তোমরা প্রার্থনা করবে না, এমন কি মুখে উচ্চারণও করবে না।


যে সব জাতি এখনও তোমাদের মাঝে অবশিষ্ট রয়েছে, তাদের সঙ্গে তোমরা মেলামেশা করবে না, তাদের দেবতাদের আরাধনা করবে না, সেই দেবতাদের নামে দিব্য করবে না, তাদের পূজা করবে না বা তাদের প্রণিপাত করবে না।


প্রতিমা-উপাসক, যারা অসার প্রতিমার গর্ব করে তারা সকলেই হবে লজ্জিত, কারণ সমস্ত দেবতা তাঁর সম্মুখে করে প্রণিপাত।


গীতিকারের বক্তব্য: দুর্জনের অনেক যন্ত্রণা, কিন্তু যে প্রভুর উপর নির্ভর করে, তাকে ঘিরে রাখে তাঁরই করুণা।


অসার প্রতিমার পূজা করে যারা, ত্যাগ করেছে তারা তোমায়।


সেখান থেকে মসৃণ পাথর নিয়ে এসে সেগুলিকে দেবতা বলে পূজা কর তোমরা। তাদের কাছে নিবেদন কর সুরা ও শস্য নৈবেদ্য। তোমরা কি ভাবো যে আমি এসবে তুষ্ট হই?


ছোট ছেলেমেয়েরা জ্বালানি কাঠ কুড়িয়ে জড়ো করে, আগুন জ্বালে পুরুষেরা এবং মেয়েরা পিঠে তৈরির ময়দা মাখে দেবীর জন্যে, যে দেবীকে তারা ‘স্বর্গের দেবী’ বলে।


মানুষ নিজেদের ইচ্ছামত কাজ করে থাকে। তাদের পক্ষে বৃষ বলি বা নরবলি একই ব্যাপার, মেষবলি বা কুকুরের ঘাড় ভেঙ্গে উৎসর্গ করা একই। তাদের পক্ষে শস্য নৈবেদ্য বা শূকরের রক্ত নিবেদন একই ব্যাপার, আমার উদ্দেশে ধূপ জ্বালানোর ও অলীক দেবতার কাছে প্রার্থনা করার মধ্যে কোন পার্থক্য নেই। আমার দৃষ্টিতে ঘৃণ্য, বিসদৃশ রীতিতে তারা পূজা-অর্চনা করতেই ভালবাসে।


কিন্তু তোমরা যারা আমায় পরিত্যাগ করেছ, অবজ্ঞা করেছ আমার পবিত্র পর্বতকে এবং ভাগ্যদেবী ও দেবতার আরাধনায় মগ্ন হয়েছ,


এবং সেই সঙ্গে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ ময়দা তেলের সঙ্গে মিশিয়ে ভোগ নিবেদন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজনক নৈবেদ্যরূপে সেই ভোগ হোমানলে উৎসর্গ করবে। এর সঙ্গে পানীয় নৈবেদ্যরূপে এক হিনের চতুর্থাংশ পরিমাণ দ্রাক্ষারস উৎসর্গ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন