Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 16:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 এ ধরণীতে যাঁরা পুণ্যাত্মা, তোমার ভক্ত মহান, তাঁদের সঙ্গ লাভেই আমার পরমানন্দ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 দুনিয়াতে যে পবিত্র ব্যক্তিরা থাকেন, তাঁরা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 জগতে যত পবিত্রজন আছেন তাঁদের সম্বন্ধে আমি বলি, “তাঁরা বিশিষ্ট ব্যক্তিসকল, আর আমি তাঁদের নিয়ে আমোদ করি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন, তাঁহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 পৃথিবীতে তাঁর অনুচরদের জন্য প্রভু বিস্ময়কর কাজ করেন। প্রভু দেখিয়ে দেন যে প্রকৃতই তিনি ঐসব লোকেদের ভালোবাসেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সমস্ত পবিত্র লোক যারা পৃথিবীতে আছেন, তাঁরা মহান মানুষ, তাদের মধ্যেই আমার সমস্ত আনন্দ।

অধ্যায় দেখুন কপি




গীত 16:3
20 ক্রস রেফারেন্স  

কারণ ঈশ্বর এমন অবিচার করবেন না যে, তোমরা অতীতে তাঁর ভক্তদের যে সেবা করেছ এবং এখনও করছ ও তার দ্বারা তাঁর প্রতি যে ভালবাসা প্রকাশ করেছ তা তিনি ভুলে যাবেন।


সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।


ধার্মিক কুপথ পরিহার করে, কিন্তু দুষ্টেরা হয় বিপথগামী।


এখন উত্থান কর হে প্রভু পরমেশ্বর, তোমার ক্ষমতা ও প্রতাপের প্রতীক চুক্তি সিন্দুকের সঙ্গে তুমি প্রবেশ কর তোমার মন্দিরে–বিরাজিত হও চিরদিন–চিরকাল। তোমার পুরোহিতবর্গের সমস্ত কাজে আশীর্বাদ কর এবং তাদের প্রতি তোমার মহত্ত্বের গুণে তোমার প্রজাবৃন্দ লাভ করুক সুখ ও আনন্দময় জীবন।


তখন অননীয় বললেন, প্রভু, এই লোকটির সম্বন্ধে আমি অনেকের কাছেই শুনেছি, জেরুশালেমে আপনার ভক্তদের ওপরে কি অত্যাচারই না করছে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, তারা আমার। আমার নির্দিষ্ট সেই আগমনের দিনে তারা হবে আমার একান্ত আপন। লোকে যেমন বাধ্য সন্তানের উপর মমতা করে থাকে তেমনি আমিও তোমাদের প্রতি মমতাপরবশ হব।


তোমাকে আর কখনও ‘পরিত্যক্তা’ বলা হবে না, তোমার দেশ কখনও আর পরিণত হবে না জনহীন ধ্বংসস্তূপে, তোমার নতুন নাম হবে ‘হিফসিবাহ্’ (ঈশ্বর তার প্রতি প্রসন্ন) এবং আখ্যাত হবে তোমার দেশ ‘বিয়ুলা’ (পরিণীতা) নামে। কারণ প্রভু পরমেশ্বর প্রসন্ন তোমার প্রতি, তিনি হবেন তোমার ভূস্বামীস্বরূপ


তাঁর সৃষ্ট ভুবনে আমি ছিলাম সদানন্দময়, মানব সন্তানেরা ছিল আমার প্রীতিভাজন।


তোমাকে সম্ভ্রম করে যারা, মেনে চলে তোমার অনুশাসন আমি তাদের সকলের সাথী।


প্রভু পরমেশ্বরের কাছে যারা মহামূল্যবান, সেই ভক্তজনের মরণ তাঁর কাছে গভীর বেদনার।


দেশের ধর্মনিষ্ঠ মানুষের প্রতি থাকবে আমার দৃষ্টি, আমার প্রাসাদে বাস করবে তারা। নিখুঁত পথে যে চলে সে-ই হবে আমার পরিচারক।


এস হে ভক্তবৃন্দ, কর স্তুতিগান প্রভুর উদ্দেশে, তাঁর পুণ্য নামের কর গুণগান।


তোমাকে আমি যা বললাম, জেনো সবই সত্য। আমি চাই এসব বিষয়ে তুমি বিশেষ গুরুত্ব দেবে যেন ঈশ্বরবিশ্বাসী সকলেই জনহিতকর কাজে আত্মনিয়োগ করে। এতে মানুষের কল্যাণ হয়।


ইফিসাসের ভক্ত ও খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী পুণ্যশ্লোক মণ্ডলী সমীপেষু — আমি পৌল, ঈশ্বরের ইচ্ছানুসারে নিযুক্ত ও খ্রীষ্ট যীশুর প্রেরিত শিষ্য এই পত্র লিখছি।


সুযোগ যতক্ষণ আছে, এস, সকলেরই মঙ্গল সাধন করি, বিশেষ করে তাদের, যারা একই বিশ্বাসের সূত্রে আমাদের আপনজন।


আমি যে আমার প্রিয়তমের, আমি তাঁর কামনার ধন।


আমার স্বজন ও বন্ধুদের কথা ভেবে আমি বলব: তোমার মাঝে বিরাজ করুক শান্তি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন