Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 149:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 যেন তাদের নৃপতিদের করতে পারে শৃঙ্খলিত লৌহনিগড়ে আবদ্ধ করতে পারে তাদের অভিজাতবর্গকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 যেন তাদের বাদশাহ্‌দেরকে শিকলে, তাদের মান্যগণ্যকে লোহার বেড়ী দিয়ে বাঁধে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তাদের রাজাদের শিকল দিয়ে বাঁধতে, তাদের বিশিষ্ট ব্যক্তিদের লোহার শিকল দিয়ে বাঁধতে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 যেন তাহাদের রাজগণকে শৃঙ্খলে, তাহাদের মান্যগণ্য লোকদিগকে লৌহনিগড়ে বদ্ধ করে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 ঈশ্বরের লোকরা ওদের রাজাদের এবং বড় বড় নেতাদের লোহার শিকল দিয়ে শৃঙ্খলিত করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তারা তাদের রাজাদের শেকল দিয়ে বাঁধুক, তাদের পরিষদবর্গদের লোহার শেকল দিয়ে বাঁধুক।

অধ্যায় দেখুন কপি




গীত 149:8
4 ক্রস রেফারেন্স  

তারা যদি শৃঙ্খলে আবদ্ধ হয় যদি বন্দী হয় নিপীড়নের রজ্জুতে,


জর্ডনের পশ্চিম তীরে লেবানন উপত্যকার বেল্-গাদ থেকে সেয়ীর অভিমুখে বিস্তৃত হালাক পর্বত পর্যন্ত এলাকার সমস্ত রাজাকে যিহোশূয় এবং ইসরায়েলীরা পরাজিত করেছিলেন। যিহোশূয় তাদের যে দেশ ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর এলাকা নিরূপণ করে তাদের ভোগদখল করার অধিকার দিয়েছিলেন, সেই দেশগুলির বিবরণ এই :


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন