Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 149:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 প্রভু পরমেশ্বর আপন প্রজাদের সেবায় পরম তুষ্ট, দীনদুঃখীদের তিনি করেন ভূষিত বিজয় মুকুটে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কেননা মাবুদ তাঁর লোকদের প্রতি প্রীত, তিনি নম্রদেরকে বিজয়ে ভূষিত করবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের প্রতি প্রসন্ন; তিনি নম্রচিত্তদের বিজয় মুকুটে ভূষিত করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কেননা সদাপ্রভু আপন প্রজাদিগেতে প্রীত, তিনি নম্রদিগকে পরিত্রাণে ভূষিত করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 ঈশ্বর তাঁর লোকদের প্রতি প্রসন্ন। ঈশ্বর তাঁর বিনম্র লোকদের জন্য এক বিস্ময়কর জিনিস করেছেন। তিনি তাদের রক্ষা করেছেন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ সদাপ্রভুু তাঁর লোকেদের উপরে আনন্দিত হন, তিনি নম্রদের পরিত্রান দিয়ে মহিমান্বিত করেন।

অধ্যায় দেখুন কপি




গীত 149:4
17 ক্রস রেফারেন্স  

কিন্তু প্রভুকে যারা সম্ভ্রম করে, তাঁর অবিচল প্রেমেই যাদের প্রত্যাশা তারাই তাঁর প্রীতিভাজন।


বরং ঈশ্বরের দৃষ্টিতে যা বহুমূল্য সেই শান্ত ও নম্র স্বভাবের অক্ষয় আভরণে তোমাদের নিভৃত সত্তা সুন্দর হয়ে উঠুক।


আমার নির্দোষিতা প্রমাণে যারা হর্ষধ্বনি করে, তারা বলুক বারবার, ‘প্রভু পরমেশ্বর মহান্, তাঁর সেবকের কুশলে তিনি পরম প্রীত।’


পরিত্রাণের বসনে তার পুরোহিত বৃন্দকে করব শোভিত, তার ভক্তবৃন্দ হবে জয়োল্লাসে মুখর।


ও তো প্রভুর উপর নির্ভর করে, দেখি তিনি ওকে উদ্ধার করেন কিনা! ও নাকি তাঁর প্রীতিভাজন, তবে তিনিই ওকে রক্ষা করুন।


তোমার ঈশ্বর প্রভু তোমার সহায়, পরাক্রমী উদ্ধারকর্তা তিনি, তুমি হবে তাঁর আদরের ধন। সুগভীর ভালবাসায় তিনি তোমাকে নতুন করে গড়ে তুলবেন। উৎসবের আনন্দে মানুষ যেমন বিভোর হয় তোমায় নিয়ে তাঁরও হবে তেমনি আনন্দ।


তাদের মঙ্গলসাধনেই হবে আমার আনন্দ। এই দেশে আমি তাদের প্রতিষ্ঠিত করব স্থায়ীভাবে।


আমাদের প্রতি সুমহান তাঁর অবিচল প্রেম, চিরায়ত তাঁর সত্যনিষ্ঠা। তোমরা প্রভু পরমেশ্বরের প্রশস্তি কর।


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


কুটিল যাদের মন, প্রভুর ঘৃণার পাত্র তারা, কিন্তু সদাচারী প্রভুর প্রীতিভাজন।


আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রসন্নতা বিরাজ করুক আমাদের উপর। তুমি সফলতা দাও আমাদের সকল কাজে, সার্থক কর আমাদের সকল প্রয়াস।


তরুণেরা, তোমরাও ঠিক সেইভাবে বয়োজ্যেষ্ঠদের বাধে হয়ে চল। পরস্পরের প্রতি তোমাদের আচরণ নম্রতামণ্ডিত হোক, কারণ ঈশ্বর দাম্ভিকদের প্রতি বিমুখ কিন্তু বিনম্রদের করেন অনুগ্রহ।


ঐহিক পিতারা অল্প কিছুকাল তাঁদের বিচারবুদ্ধি অনুযায়ী শাসন করেন, কিন্তু ঈশ্বর আমাদের প্রকৃত মঙ্গলের জন্য শাসন করেন যেন আমরা তাঁর পবিত্রতার অংশীদার হতে পারি।


আমি তাঁকে বললাম, প্রভু, “আপনিই তা জানেন।” তিনি আমাকে বললেন, “এঁরা সেই লাক যাঁরা মহাসঙ্কট উত্তীর্ণ হয়ে এসেছেন। মেষশাবকের শোণিতে নিজেদর বসন ধৌত করে শুভ্র করেছেন।”


তবু, তোমায় পরাব যতনে রজতখচিত সুবর্ণ কন্ঠহার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন