গীত 149:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)2 ইসরায়েল লাভ করুক পরম আনন্দ। তাঁর স্রষ্টার মাঝে। সিয়োনবাসী হোক উল্লসিত। তার রাজার জন্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 ইসরাইল তাঁর নির্মাণকর্তাতে আনন্দ করুক, সিয়োন-সন্তানেরা নিজেদের বাদশাহ্তে উল্লসিত হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক; সিয়োনের লোকেরা তাদের রাজাতে উল্লাস করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 ইস্রায়েল আপন নির্ম্মাণকর্ত্তাতে আনন্দ করুক, সিয়োন-সন্তানগণ আপনাদের রাজাতে উল্লাসিত হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 ইস্রায়েলকে তাদের স্রষ্টাকে নিয়ে আনন্দ করতে দাও। সিয়োনের লোককে তাদের রাজাকে নিয়ে আনন্দ করতে দাও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 ইস্রায়েল সেই ব্যক্তিতে আনন্দ করুক যিনি তাকে এক জাতি তৈরী করেছেন। সিয়োনের লোকেরা তাদের রাজাতে আনন্দ করুক। অধ্যায় দেখুন |