Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 148:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তিনি স্থাপন করেছেন তাদের চিরতরে, করেছেন প্রবর্তন এক চিরস্থায়ী বিধি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তিনি চিরকালের জন্য তাদেরকে স্থাপন করেছেন, তিনি একটি নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙ্গতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 এবং তিনি তাদের চিরকালের জন্য স্থাপন করেছেন, তিনি এক বিধি দিয়েছেন, যা কখনও লুপ্ত হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তিনি চিরকালের জন্য তাহাদিগকে স্থাপন করিয়াছেন, তিনি এক বিধি দিয়াছেন, কেহ তাহা উল্লঙ্ঘন করিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 চিরদিন অব্যাহত থাকবার জন্য ঈশ্বর এইসব সৃষ্টি করেছেন। ঈশ্বর তাদের অনন্ত বিধিসমুহ দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তিনি অনন্তকালের জন্য তাদেরকে স্থাপন করেছেন, তিনি এক বিধি দিয়েছেন যা পরিবর্তন হবে না।

অধ্যায় দেখুন কপি




গীত 148:6
9 ক্রস রেফারেন্স  

কিন্তু আমি প্রভু পরমেশ্বর দিবা ও রাত্রির সঙ্গে সন্ধিচুক্তি স্থাপন করেছি এবং আকাশ ও পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য বিধি প্রণয়ন করেছি।


চন্দ্রের মত এই সিংহাসন হবেচিরতরে প্রতিষ্ঠিত, আর আকাশের বুকে প্রতিষ্ঠিত এই সাক্ষীহবে বিশ্বাসযোগ্য। সেলা


আকাশমণ্ডলের বিধিবিধান তুমি কি জ্ঞাত আছ? সেই বিধান কি তুমি পৃথিবীতে প্রয়োগ করতে পার?


প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,


নোহের কালে আমি করেছিলাম অঙ্গীকার ভাসাব না এ ধরণী প্লাবনে কখনও আর। আর আমি হব না ক্রুদ্ধ তোমার উপর, করলাম আমি আজ এই অঙ্গীকার, করব না ভৎর্সনা তোমায়, দণ্ডও দেব না আর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন