Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 148:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তরুণ ও তরুণী সমাজ বৃদ্ধ ও শিশুগণ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 যুবকও যুবতীরা; বৃদ্ধ লোকেরা ও বালক-বালিকারা;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 যুবকেরা আর যুবতীরা, প্রবীণ লোকেরা আর সব ছেলেমেয়ে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 যুবকগণ ও যুবতী সকল; বৃদ্ধগণ ও বালক-বালিকা-সমূহ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 ঈশ্বরই তরুণ তরুণীদের সৃষ্টি করেছেন। ঈশ্বরই বৃদ্ধ ও যুবকদের সৃষ্টি করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 যুবকরা এবং যুবতীরা উভয়ই; বৃদ্ধরা এবং শিশুরা।

অধ্যায় দেখুন কপি




গীত 148:12
7 ক্রস রেফারেন্স  

অলিভ পাহাড়ের উৎরাইয়ের রকাছে তিনি এসে পৌঁছাতেই তাঁর সমস্ত শিষ্যদল, যাঁরা তাঁর মহাপরাক্রমের কাজ দেখেছিলেন —তাঁরার মহানন্দে উচ্চকণ্ঠে ঈশ্বরের জয়গান করে


আহা! কত সুন্দর, কত ভাল হবে তারা। তখন শস্যসম্ভার ও নতুন দ্রাক্ষারস সতেজ করে তুলবে তরুণ তরুণীদের।


কুমারী কন্যারা আনন্দে উচ্ছল হবে নৃত্যের তালে যুবা, বৃদ্ধ সকলেই হবে উল্লসিত। আমি তাদের শোক পরিবর্তিত করে দেব আনন্দে, তাদের আমি দেব সান্ত্বনা,বেদনা তাদের হবে আনন্দ শতদল।


শোভাযাত্রার পুরোভাগে গায়কদল, পশ্চাতে বাদকবৃন্দ, ক্ষত্রীকুল, মাঝখানে তরুণী কন্যারা যাচ্ছিল খঞ্জনী বাজিয়ে।


বিদ্বেষীদের স্তব্ধ করার জন্য শত্রুদের নির্বাক করার জন্য, তুমি বালক ও দুগ্ধপোষ্য শিশুদের মুখ তোমার প্রশংসায় করেছ মুখর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন