Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 147:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 প্রভু পরমেশ্বরই জেরুশালেমকে স্থাপন করেছেন, নানা স্থানে ছড়িয়ে থাকা ইসরায়েলীদের একত্র করেন তিনি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 মাবুদ জেরুশালেম গাঁথেন, তিনি ইসরাইলের দূরীকৃতদের সংগ্রহ করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সদাপ্রভু জেরুশালেমকে গড়ে তোলেন, তিনি নির্বাসিত ইস্রায়েলকে একত্র করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সদাপ্রভু যিরূশালেম গাঁথেন, তিনি ইস্রায়েলের দূরীকৃতদিগকে সংগ্রহ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রভু জেরুশালেম শহরটি বানিয়েছেন। যে সব ইস্রায়েলীয়কে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিলো ঈশ্বর তাদের ফিরিয়ে এনেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সদাপ্রভুু যিরুশালেম পুননির্মাণ করেন, তিনি ইস্রায়েলের ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের একত্র করেন।

অধ্যায় দেখুন কপি




গীত 147:2
28 ক্রস রেফারেন্স  

সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, যিনি তাঁর প্রজা ইসরায়েলকে নির্বাসন থেকে ফিরিয়ে এনে একত্র করেন, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, যাদের আমি একত্র করেছি, তাদের সঙ্গে আরও অনেককে সম্মিলিত করব।


হে ঈশ্বর, তোমার মঙ্গল ইচ্ছায়, সিয়োনের কল্যাণ সাধন কর তুমি, আবার গড়ে তোল জেরশালেমের ভগ্ন প্রাচীর।


তাহলে তিনি তোমাদের দুর্দশার অবসান ঘটাবেন ও তোমাদের প্রতি করুণা প্রদর্শন করবেন। যে সব জাতির মধ্যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের বিক্ষিপ্ত করেছিলেন তাদের মধ্যে থেকে তিনি আবার তোমাদের সংগ্রহ করবেন।


বহুদিন পরে তাকে আমি এমন একটি দেশ আক্রমণ করতে বলল যে দেশে বহুজাতির মধ্যে ছড়িয়ে থাকা মানুষগুলিকে ফিরিয়ে এনে একত্র করা হয়েছে, যেখানে তারা নির্ভয়ে বাস করছে, যুদ্ধের আশঙ্কা তাদের নেই। তারা পর্বতমালায় সাজানো ইসরায়েলভূমি আক্রমণ করবে, যা ছিল একদিন বিধ্বস্ত—পরিত্যক্ত শ্মশান ভূমি কিন্তু আজ সেখানে সমস্ত জনমণ্ডলী নিরাপদে বাস করছে।


প্রচণ্ড ক্রোধে আমার প্রজাদের আমি যে সমস্ত দেশে ছড়িয়ে দিয়েছিলাম, সেই সমস্ত দেশ থেকে তাদের আমি এই স্থানে আবার ফিরিয়ে আনব এবং এখানে নিরাপদে তাদের বসতি করাব।


যতদিন না পুনঃ প্রতিষ্ঠিত হয় জেরুশালেম, যতদিন না পরিগণিত হয় পৃথিবীর মাঝে গর্বের বস্তুরূপে ততদিন তাঁকে ক্ষান্ত হতে দেবে না তারা, দেবে না বিশ্রাম।


ফিলিস্তিয়ার দূতদলকে আমরা কি উত্তর দেব? আমরা বলব, প্রভু পরমেশ্বর সিয়োনের ভিত্তিভূমিকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, তাঁর দীন দুঃখী প্রজাবৃন্দ সেখানে নিরাপদ আশ্রয় লাভ করবে।


আমার আমি তোমাকে গড়ে তুলব, আবার তুমি তম্বুরা হাতে তুলে নেবে, নৃত্যপরা হয়ে উঠবে আনন্দ হিল্লোলে।


সেইদিন আসিরিয়া ও মিশরের নির্বাসিত সমস্ত ইসরায়েলীদের তুরী ধ্বনি করে ডেকে আনা হবে। তারা পবিত্র পর্বত জেরুশালেমে এসে প্রভু পরমেশ্বরের আরাধনা করবে।


নগরটি আকারে বেশ বড় এব প্রশস্ত হলেও তার মধ্যে খুব কম লোকের বাস ছিল এবং তখন বাড়িও বেশি তৈরী হয়নি।


ভাল করে বুঝে নাও: জেরুশালেমের পুনর্গঠনের আদেশ জারী হওয়ার সময় থেকে জাতির কর্ণধাররূপে ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির আবির্ভাবের সময় পর্যন্ত সাত সপ্তাহকাল অতিবাহিত হবে। পথঘাট, নগর রক্ষার জন্য পরিখা সমেত জেরুশালেম আবার গড়ে উঠতে সময় লাগবে বাষট্টি সপ্তাহ। সময়টি কিন্তু হবে সঙ্কটময়।


আর আমি তোমাকে বলছি, তুমি পিতর অর্থাৎ পাথর। এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী নির্মাণ করব। পাতালের শক্তি তাকে পরাভূত করতে পারবে না।


ইলূল মাসের পঁচিশ তারিখে অর্থাৎ মোট বাহান্ন দিনে প্রাচীর নির্মাণের কাজ শেষ হল।


আমাদের চারিপাশের জাতিবৃন্দের মধ্যে যারা শত্রু ছিল, এই খবর পেয়ে তারা বুঝল যে এই কাজ স্বয়ং ঈশ্বরের সহায়তায় সম্পন্ন হয়েছে। ফলে তারা ভীত হল ও আত্মবিশ্বাস হারাল।


নিঃস্ব বঞ্চিতের প্রার্থনা তিনি গ্রাহ্য করেন, অবজ্ঞা করেন না তাদের মিনতি।


প্রভু পরমেশ্বর বলেন, হে জাতিবৃন্দ, শোন আমার কথা, ঘোষণা কর আমার বাণী দূর-দূরান্তরে, সুদূর দিগন্তে। আমি ছড়িয়ে দিয়েছিলাম আমার প্রজাদের, কিন্তু একত্র করব তাদের আবার। রাখব তাদের সতর্ক প্রহরায়, মেষপালক যেমন রাখে তার মেষপাল।


প্রভু বলেন, সেই দিন আসন্ন, যে দিন আমি তাদের একত্র করব যাদের আমি শাস্তি দিয়েছিলাম, যারা নির্বাসনে অকথ্য যন্ত্রণায় জর্জরিত হয়েছিল,


সর্বাধিপতি বলেছেন, দেখ, আমি আমার প্রজাদের পূর্ব ও পশ্চিমের দেশগুলি থেকে উদ্ধার করে জেরুশালেমে ফিরিয়ে আনব। ন্যায়নিষ্ঠা ও বিশ্বস্ততায় তারা আমার প্রজা হবে আর আমি হব তাদের ঈশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন