Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 145:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 আমি ধ্যান করব তোমার গৌরব, প্রতাপ ও রাজকীয় মহিমার কথা, ধ্যান করব তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তোমার প্রভার গৌরবযুক্ত মহিমা, ও তোমার আশ্চর্য সমস্ত কাজ আমি ধ্যান করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তারা তোমার মহিমার গৌরব ও প্রভা ঘোষণা করবে আর আমি তোমার আশ্চর্য কাজ ধ্যান করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তোমার প্রভার গৌরবযুক্ত প্রতাপ, ও তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 আপনার মহত্ব এবং মহিমা দুইই চমৎ‌‌কার। আপনার বিস্ময়কর কাজ সম্পর্কে আমি বলবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তারা তোমার গৌরবযুক্ত মহিমার কথা বলবে ও আমি তোমার আশ্চর্য কাজের ধ্যান করব।

অধ্যায় দেখুন কপি




গীত 145:5
16 ক্রস রেফারেন্স  

সেইদিন প্রজাবৃন্দ গাইবে: কৃতজ্ঞতা নিবেদন কর প্রভুর চরণে! সাহায্য চাও তাঁর, ডাক তাঁকে! ঘোষণা কর জাতিবৃন্দের কাছে তাঁর মহান কীর্তির কথা! জানাও তাদের—কত মহান তিনি!


তোমার আদেশ পালনের পথ দেখাও আমায়, আমি ধ্যান করব তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।


অতএব আমি নেবুকাডনেজার স্বর্গের অধিপতি ঈশ্বরের মহিমা, প্রশস্তি ও গুণকীর্তন করি। তাঁর প্রতিটি কাজ ধর্মসঙ্গত ও সঠিক। উদ্ধত, অহঙ্কারী মানুষের দর্পতিনি চূর্ণ করতে পারেন।


তাঁর উদ্দেশে গাও মহাসঙ্গীত, কর তাঁর প্রশংসাগান, ঘোষণা কর তাঁর আশ্চর্য কর্মের কথা,


ধন্য প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, একমাত্র তিনিই মহৎ কর্ম সাধনে সক্ষম।


আমার রসনা সারাদিন বর্ণনা করবে তোমার ধার্মিকতার কথা কারণ যারা আমার অনিষ্ট করতে চেয়েছিল তারা হয়েছে পরাজিত, বিভ্রান্ত লজ্জায়।


প্রচার কর জাতিবৃন্দের কাছে তাঁর মহিমা, প্রচার কর মানব সমাজে তাঁর মহান কীর্তির কথা।


সন্ধ্যাবেলায় ইস্‌হাক প্রান্তরে ভ্রমণ করছিলেন, এমন সময়ে দেখলেন একপাল উট আসছে।


আমি প্রভু পরমেশ্বরের স্তবগান করব, তাঁর প্রজাবৃন্দ করবে তাঁর মহিমা কীর্তন।


গাও মহাসঙ্গীত, গাও তাঁর স্তবগান গানে গানে বল তাঁর অপূর্ব কীর্তিকাহিনী।


তাঁর সকল কর্ম গৌরব ও মহিমামণ্ডিত, শাশ্বত তাঁর ধার্মিকতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন