Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 145:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 বংশপরম্পরায় লোকে বর্ণনা করবে তোমার কীর্তিকলাপ, তোমার পরাক্রমের কার্যাবলী করবে ঘোষণা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে তোমার কাজগুলোর প্রশংসা করবে, তোমার পরাক্রমের সমস্ত কাজ তবলিগ করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 এক প্রজন্ম তাদের সন্তানসন্ততিদের কাছে তোমার কাজের প্রশংসা করবে; আর তোমার পরাক্রমী কাজকর্ম বর্ণনা করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে তোমার ক্রিয়া সকলের প্রশংসা করিবে, তোমার পরাক্রমের কার্য্য সকল প্রচার করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রভু, আপনি যা করেন তার জন্য লোকজন চিরদিন আপনার প্রশংসা করবে। আপনি যে মহৎ‌‌ কাজ করেন তার সম্পর্কে তারা বলবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে তোমার কাজের প্রশংসা করবে এবং তোমার পরাক্রমের কাজ প্রচার করবে,

অধ্যায় দেখুন কপি




গীত 145:4
11 ক্রস রেফারেন্স  

আজ আমি শুভ্রকেশ, বৃদ্ধ হে ঈশ্বর, আমাকে করো না পরিত্যাগ, যতদিন না এই প্রজন্মের কাছে তোমার বাহুবল ও ভাবী বংশধরদের কাছে তোমার মহাপরাক্রমের কথা ঘোষণা করি আমি।


জীবিত জনই গায় তোমার স্তবগান যেমন আমি আজ হয়েছি মুখর তোমার স্তুতিগানে, পিতারা জানাবে তোমার বিশ্বস্ততার গৌরব গাথা আপন সন্তানে।


এবং প্রত্যেকে সেগুলি সযত্নে তোমাদের সন্তান সন্ততিদের শিখাবে। তোমরা গৃহে থাকাকালে, পথে যাত্রাকালে, শয়নে অথবা জাগরণে আলোচনা করবে।


তোমরা যে দিন হোরেব পর্বতে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছিলে, সেদিন প্রভু আমাকে বলেছিলেন, তুমি আমার কাছে ইসরায়েলীদের একত্র কর, তাদের কাছে আমার কিছু বক্তব্য আছে, তাহলে তারা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আমাকে সম্ভ্রম করতে শিখবে এবং তাদের সন্তানসন্ততিদেরও সেই শিক্ষা দেবে।


সিদ্ধান্ত হয়েছিল যে প্রত্যেক প্রদেশে আর প্রত্যেক শহরে ভবিষ্যতে ইহুদীজাতির সমস্ত গোষ্ঠী চিরকাল এই পূরীম স্মরণ ও পালন করবে।


প্রাচীনদের কাছ থেকেই আমাদের শিক্ষা নিতে হবে, গ্রহণ করতে হবে তাঁদের জ্ঞানভাণ্ডারে সঞ্চিত জ্ঞান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন