Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 145:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 প্রতিদিন গাইব আমি তোমার জয়গান, নিত্য করব তোমার নামের প্রশংসা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 প্রতিদিন আমি তোমার শুকরিয়া আদায় করবো, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 প্রতিদিন আমি প্রশংসা করব আর চিরকাল তোমার নামের উচ্চপ্রশংসা করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রতিদিন আমি আপনার প্রশংসা করি। চিরদিনের জন্য আমি আপনার নামের প্রশংসা করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 প্রতিদিন আমি তোমার মহিমা কীর্তন করব, আমি অনন্তকাল তোমার নামের প্রশংসা করব।

অধ্যায় দেখুন কপি




গীত 145:2
7 ক্রস রেফারেন্স  

সেইজন্যই এঁরা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে রয়েছেন, এঁরা দিবারাত্রি তাঁর মন্দিরে তাঁর আরাধনা করেন, সিংহাসনে যিনি আসীন তিনি স্বয়ং এঁদের আশ্রয়,


সারাটি জীবন আমি করেছি নির্ভর তোমারই উপর, আমার জন্মলগ্ন থেকেই তুমি সুরক্ষা করেছ আমায়, মাতৃগর্ভ থেকে তুমিই আমাকে করেছ নিষ্ক্রান্ত, তাই আমি নিয়ত তোমারই জয়গান গাই।


তুমি ন্যায়বান, ন্যায়সঙ্গত তোমার বিচার, আমি স্তব করি তোমার প্রত্যহ সাতবার।


দীর্ঘজীবী হোন রাজা, তাঁকে উপঢৌকন দেওয়া হোক শিবাদেশের সুবর্ণ, তাঁর জন্য নিরন্তর নিবেদিত হোক প্রার্থনা, ঈশ্বরের আশিস বর্ষিত হোক তাঁর উপর চিরদিন।


পরমেশ্বরের চুক্তি সিন্দুকের সামনে নিত্য আরাধনার জন্য দাউদ আসফ ও তাঁর সহকারী লেবীয়দের স্থায়ীভাবে নিযুক্ত করলেন। সেখানে প্রতিদিন তাঁদের নির্ধারিত কর্তব্য পালন করতে হত।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে গাও গান, কর তাঁর নামের প্রশংসা, ঘোষণা কর প্রতিদিন এই সুসংবাদ, তিনি আমাদের করেছেন পরিত্রাণ!


আমি আজীবন প্রভুর প্রশস্তি করব, চিরজীবন আমি করব ঈশ্বরের মহিমাকীর্তন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন