Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 145:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 হে প্রভু, তোমার সমগ্র সৃষ্টি প্রশংসা করে তোমার, ভক্তবৃন্দ করে তোমার স্তব গান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 হে মাবুদ, তোমার সমস্ত জিনিস তোমার প্রশংসা করে, এবং তোমার ভক্তরা তোমার শুকরিয়া আদায় করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 হে সদাপ্রভু, তোমার সব কাজকর্ম তোমার প্রশংসা করে; তোমার বিশ্বস্ত লোকেরা তোমার উচ্চপ্রশংসা করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 হে সদাপ্রভু, তোমার সমস্ত পদার্থ তোমার প্রশংসা করে, এবং তোমার সাধুগণ তোমার ধন্যবাদ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 প্রভু, আপনি যা করেন, তাই আপনাকে প্রশংসা এনে দেয়। আপনার অনুগামীরা আপনার প্রশংসা করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তুমি সব যা করেছ তার জন্য তাঁকে ধন্যবাদ দেবে, সদাপ্রভুু এবং তোমার বিশ্বস্তরা তোমাকে ধন্যবাদ দেবে।

অধ্যায় দেখুন কপি




গীত 145:10
24 ক্রস রেফারেন্স  

আকাশমণ্ডল বর্ণনা করে ঈশ্বরের মহিমা, মহাকাশ ঘোষণা করে তাঁর কীর্তি কাহিনী।


হে প্রভু পরমেশ্বরের সৃষ্ট সর্বজীব, তাঁর রাজ্যের সর্বত্র প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর, হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর।


কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক শ্রেণী, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজা। তিনিই তোমাদের অন্ধকার থেকে তাঁর বিস্ময়কর জ্যোতির মাঝে আহ্বান করে এনেছেন যেন তোমরা তাঁর গুণগান করতে পার।


তাঁর কাছে এসে তোমরাও জীবন্ত শিলা হয়ে আধ্যাত্মিক মন্দির গঠনের কাজে নিজেদের নিবেদন কর, যেখানে তোমরা পবিত্র পৌরোহিত্যের ব্রত গ্রহণ করে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করবে।


তাই এস, আমরা যীশুর মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে নিরন্তর প্রশস্তির নৈবেদ্য উৎসর্গ করি, আর্থাৎ আমাদের ওষ্ঠাধরে সর্বদা তাঁর প্রতি আস্থা প্রকাশ করি।


হে আকাশমণ্ডল, জাগাও আনন্দধ্বনি! জয়ধ্বনি কর হে পৃথিবীর গভীর গহন গোপন কন্দর! আনন্দধ্বনি কর গিরি-পর্বত, আনন্দধ্বনি কর বন-উপবন, অরণ্যানীর প্রতিটি বৃক্ষ। প্রভু পরমেশ্বর প্রকাশ করেছেন তাঁর মহত্ব, মুক্ত করেছেন তাঁর প্রজাবৃন্দকে।


হে প্রভু পরমেশ্বর বহুবিচিত্র অসংখ্য তোমার সৃষ্টি! আপন প্রজ্ঞায় তুমি করেছ সৃজন সর্ববস্তু, তোমার ঐশ্বর্যে পরিপূর্ণ এই বসুন্ধরা।


হে ধার্মিকবৃন্দ, প্রভুতে আনন্দ কর, প্রশস্তি কর তাঁর পবিত্র নামের।


জনসমাবেশে ঈশ্বরের মহিমা কীর্তন কর, হে ইসরায়েলকুল, প্রভু পরমেশ্বরের স্তবগান গাও।


প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ কর, উল্লাসে মেতে ওঠ হে ধার্মিকবৃন্দ, ন্যায়নিষ্ঠ যারা, কর আনন্দধ্বনি।


এস হে ভক্তবৃন্দ, কর স্তুতিগান প্রভুর উদ্দেশে, তাঁর পুণ্য নামের কর গুণগান।


তোমরা, যারা প্রভুকে সম্ভ্রম কর, গাও তাঁর স্তুতিগান। হে যাকোবের বংশ, জয়ধ্বনি কর তাঁর। ইসরায়েলের সমস্ত গোষ্ঠী কর তাঁর আরাধনা।


তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী কিন্তু অনুগ্রহ তাঁর জীবনব্যাপী। নিশীথের অশ্রুধারা থাকে ক্ষণকাল মুছে যায় প্রভাতের আনন্দ সঙ্গীতে।


হে ঈশ্বর, আমি তোমার উদ্দেশে করব আমার কৃতজ্ঞতা নিবেদন মানব সমাজে, জাতিবৃন্দের সমক্ষে আমি গাইব তোমার স্তুতিগান।


ঈশ্বর উদ্ধার করবেন জেরুশালেমকে, পুনরায় করবেন নির্মাণ যিহুদীয়ার নগর-জনপদ, সেখানে আবার বাস করবে তাঁর প্রজাবৃন্দ, লাভ করবে সেই দেশের অধিকার।


ভক্তবৃন্দ উল্লসিত হোক বিজয় গৌরবে, দিবানিশি তারা করুক আনন্দগান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন