Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 144:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হে প্রভু পরমেশ্বর, নগণ্য মর্ত্যমানবের কি এমন যোগ্যতা যে তুমি তার সন্ধান কর? নিতান্ত তুচ্ছ মানব সন্তানই বা কে যে তুমি তার তত্ত্বাবধান কর?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 হে মাবুদ, মানুষ কি যে তুমি তার পরিচয় নাও? মানুষের সন্তানই কি যে তুমি তার বিষয়ে চিন্তা কর?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 হে সদাপ্রভু, মানুষ কে যে তুমি তাদের যত্ন নাও, সামান্য মানুষ কে যে তুমি তাদের কথা চিন্তা করো?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 হে সদাপ্রভু, মনুষ্য কি যে তুমি তাহার পরিচয় লও? মর্ত্ত্যের সন্তান কি যে তুমি তাহাকে গণ্য কর?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু, লোকরা কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? কেন আপনি আমাদের সম্বন্ধে যত্ন নেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সদাপ্রভুু, মানুষ কি যে তুমি তার পরিচয় নাও? মানুষের সন্তানমানবজাতি কি যে তুমি তার সম্বন্ধে চিন্তা কর?

অধ্যায় দেখুন কপি




গীত 144:3
7 ক্রস রেফারেন্স  

তখন মনে হয়, কে এই নশ্বর মানব? কেন ভাব তার কথা? কেন এই মানবের প্রতি তুমি এত সযত্ন সজাগ?


মানুষ কি যে তুমি তাকে এত গুরুত্ব দাও? কেন লক্ষ্য কর তার কার্যকলাপ?


শাস্ত্রের কোন এক জায়গায় এ সম্পর্কে বলা হয়েছে:”কে এই নশ্বর মানব?কেন ভাব তার কথা তুমি?কেন এই মানবের প্রতি তুমিএত সযত্ন সজাগ?


কোন মানুষ প্রকৃতই কি নির্মল হতে পারে? রক্তমাংসে গড়া কোন ব্যক্তি কি ঈশ্বরনিষ্ঠ ধার্মিক হতে পারে?


তবু তাকেই করেছ তুমি মর্যাদায় সামান্যই ছোট তোমার চেয়ে, করেছ ভূষিত তাকে গৌরব ও মহিমায়।


মরণশীল মানুষের উপর ভরসা করো না। আস্থা স্থাপন করো না তাদের উপর। সে তো নগণ্য মানুষ মাত্র!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন