Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 144:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 আমাদের ভাণ্ডার যেন পরিপূর্ণ থাকে নানাবিধ দ্রব্যসম্ভারে আমাদের মেষপাল যেন চারণ ক্ষেত্রে সহস্র সহস্র শাবক প্রসব করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আমাদের ভাণ্ডারগুলো যেন পরিপূর্ণ ও নানা রকম দ্রব্যবিশিষ্ট হয়; আমাদের ভেড়াগুলো যেন আমাদের মাঠে হাজার হাজার ও লক্ষ লক্ষ বাচ্চা প্রসব করে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 আমাদের শস্যাগার বিবিধ খোরাকে পূর্ণ থাকবে। আমাদের মেষ হাজার গুণ বৃদ্ধি পাবে; এমনকি দশ হাজার গুণ বৃদ্ধি পাবে আমাদের মাঠে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আমাদের ভাণ্ডার সকল যেন পরিপূর্ণ ও নানা প্রকার দ্রব্যবিশিষ্ট হয়; আমাদের মেষগণ যেন আমাদের মাঠে সহস্র সহস্র ও অযুত অযুত শাবক প্রসব করে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আমাদের গোলাগুলি সব রকম ফসলে পূর্ণ। আমাদের চারণক্ষেত্রে হাজারে হাজারে মেষ রয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 আমাদের ভান্ডার সব যেন পূর্ণ নানা রকম উত্পাদিত দ্রব্যে এবং আমাদের মেষরা যেন আমাদের মাঠে হাজার হাজার এবং দশ হাজার বাচ্চা প্রসব করে;

অধ্যায় দেখুন কপি




গীত 144:13
10 ক্রস রেফারেন্স  

তোমাদের সব কিছুর দশমাংশ আমার ভাণ্ডারে আন যেন সেখানে খাদ্য মজুত থাকে। এইভাবে তোমরা আমাকে পরীক্ষা করে দেখ, আমি তোমাদের উপর অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না।


প্রভু পরমেশ্বর তোমাদের শস্য ভাণ্ডার ও তোমাদের সকল কর্মপ্রচেষ্টাকে আশীর্বাদযুক্ত করবেন এবং তিনি যে দেশ তোমাদের দান করছেন সেই দেশে তোমাদের আশীর্বাদ করবেন।


তোমাদের সন্তান-সন্ততি, ক্ষেতের ফসল ও পশুপালের গোবৎস ও মেষশাবকগুলিও হবে আশীর্বাদযুক্ত।


তিনি তোমাদের অবনত করেছেন, ক্ষুধার্ত করেছেন, তারপর তোমাদের মান্না ভোজন করিয়েছেন, যার কথা তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা আগে কখনও জানতে না, এই উদ্দেশ্যে যে তোমরা যেন জানতে পার যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, প্রভু পরমেশ্বরও মুখনিঃসৃত প্রতিটি বাক্যেই মানুষের জীবন বিধৃত।


তোমরা গোলায় সঞ্চিত শস্য ভোজন করবে এবং নতুন ফসল রাখার জন্য গোলা খালি করে পুরাতন শস্য বার করে আনবে।


তোমাদের শস্য ঝাড়াইয়ের কাজ ফল সংগ্রহের সময় পর্যন্ত চলতে থাকবে এবং ফল সংগ্রহের কাজ বীজ বপনের সময় পর্যন্ত চলতে থাকবে। তোমরা ভোজনে পরিতৃপ্ত হবে এবং নিরাপদে দেসে বাস করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন