Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 143:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 হে প্রভু পরমেশ্বর, উত্তর দাও আমায় করো না বিলম্ব, নিঃশেষিত উদ্যম আমার, আড়াল করো না তোমার শ্রীমুখ আমার কাছে, তাহলে আমার দশা হবে মৃতলোকবাসীদের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আমাকে শীঘ্র উত্তর দাও, হে মাবুদ, আমার উৎসাহ শেষ হয়েছে; আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়ে থাকা রেখো না, পাছে যারা গর্তে নেমে যাচ্ছে আমরা তাদের মত হয়ে পড়ি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 হে সদাপ্রভু, আমাকে তাড়াতাড়ি উত্তর দাও; কারণ আমার আত্মা ক্ষীণ হচ্ছে। তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না নতুবা আমি তাদের মতো হব যাদের মৃত্যু হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আমাকে উত্তর দানে সত্বর হও, সদাপ্রভু, আমার উৎসাহ শেষ হইয়াছে; আমা হইতে তোমার মুখ লুক্কায়িত করিও না, পাছে আমি গর্ত্তগামীদের তুল্য হইয়া পড়ি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 শীঘ্রই আমাকে উত্তর দিন প্রভু। আমি সাহস হারিয়েছি। আমার থেকে বিমুখ হবেন না। কবরে শুয়ে থাকা মৃত লোকের মত আমাকে মৃত হতে দেবেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আমাকে তাড়াতাড়ি উত্তর দাও সদাপ্রভুু, কারণ আমার আত্মা শেষ হয়েছে; আমার কাছে তোমার মুখ লুকিও না অথবা আমি গর্তে যাওয়া লোকেদের মত হয়ে পড়বো।

অধ্যায় দেখুন কপি




গীত 143:7
20 ক্রস রেফারেন্স  

আড়ার করো না তোমার শ্রীমুখ তোমার এ দাসের কাছে, দুর্দশাগ্রস্ত আমি, সত্বর আমাকে উত্তর দাও।


হে প্রভু, আমার আশ্রয়গিরি আমি তোমাকেই ডাকি, বধির হয়ো না আমার ডাকে। যদি তুমি আমায় না দাও সাড়া আমার দশা হবে সেই পাতালগামীর মত।


তুমি বিমুখ হয়ো না আমার প্রতি, ক্রোধভরে তোমার দাসকে করো না বিতাড়িত। তুমিই আমার সহায়, ওগো ত্রাতা ঈশ্বর দূরে ঠেলে দিও না আমায়, করো না পরিত্যাগ।


হে ঈশ্বর, আমার কাছ থেকে দূরে থেক না তুমি, হে আমার ঈশ্বর, সত্বর সাহায্য কর আমায়।


পাতাল করে না তোমার স্তবগান মৃত্যু করে না প্রশংসা তোমার মৃতজন করে না তোমার সত্যের ভরসা।


সঙ্কটে বিমুখ হয়ো না আমার প্রতি, শোন আমার নিবেদন, যখন আমি ডাকি তোমায় বিলম্ব করো না প্রভু, তখনই দিও সাড়া।


ত্রাণের আশায় আর্তনাদ করে করে আমি ক্লান্ত, শুষ্ক হয়েছে আমার কণ্ঠ, ঈশ্বরের প্রতীক্ষায় পথ চেয়ে ক্ষীণ হয়ে গেছে আমার নয়নের আলো।


ভয়ে এবং আসন্ন বিপদের আশঙ্কায় পৃথিবীর মানুষ মৃতপ্রায় হয়ে পড়বে কারণ অন্তরীক্ষের সমস্ত শক্তি আলোড়িত হবে।


আমি আমার প্রজাদের জীবন দান করেছি, আমিই সঞ্চারিত করেছি শ্বাসবায়ু, আর আমি অনুযোগ করব না তাদের বিরুদ্ধে, পোষণ করব না ক্রোধ।


প্রভু পরমেশ্বর এই লোকদের কাছ থেকে নিজেকে গোপন রেখেছেন, কিন্তু তিনিই আমার ভরসা, তাঁরই উপরে আমার আশা।


দীন ও দুঃখী আমি, সত্বর এস হে ঈশ্বর, আমার কাছে। হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি, তুমিই আমার পরিত্রাতা বিলম্ব করো না সাহায্য দানে।


দীন ও দুঃখী আমি, তবু ধন্য আমি তোমার কৃপায়। হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি, তুমিই আমার পরিত্রাতা, করি নিবেদন, সত্ত্বর হও আমায় সাহায্য দানে।


তিনি উপেক্ষা করেন না কখনও উৎপীড়িতের বেদনা, করেন না তাকে তুচ্ছজ্ঞান। উৎপীড়িতের প্রতি বিমুখ নন তিনি, কর্ণপাত করেন তিনি তার আর্তনাদে।


প্রভুর প্রাঙ্গণ দর্শনের জন্য লালায়িত আমার প্রাণ, তাঁর আবাসে বসবাসের জন্য হৃদয় আমার ব্যাকুল। জীবন্ময় ঈশ্বরের উদ্দেশে আনন্দগানে মুখর আমার দেহমন।


আমার কাছে এস, মুক্ত কর আমায়, উদ্ধার কর শত্রুদের কবল থেকে।


প্রত্যাশা ব্যর্থ হলে মন ভেঙ্গে যায়, কিন্তু বাসনা পূর্ণ হলে আনন্দে ভরে ওঠে মন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন