Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 143:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 সে জন্যই অবসন্ন আমার আত্মা, চিত্ত আমার বিহ্বল গভীর হতাশায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 এতে আমার রূহ্‌ হৃদয়ে অবসন্ন হয়েছে, আমার ভিতরে আমার অন্তর অসার হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তাই আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়; আমার হৃদয় আমার অন্তরে হতাশাগ্রস্ত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 ইহাতে আমার আত্মা অন্তরে অবসন্ন হইয়াছে, আমার অন্তরে চিত্ত অসার হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমি ত্যাগ করতে প্রস্তুত। আমি আমার সাহস হারিয়ে ফেলেছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 এতে আমার আত্মা ভেতরে দুর্বল হয়েছে, আমার হৃদয় হতাশ হয়েছে।

অধ্যায় দেখুন কপি




গীত 143:4
13 ক্রস রেফারেন্স  

হতাশায় আমি যখন হয়ে পড়ি অবসন্ন, তুমিই তখন লক্ষ্য রাখ আমার পদক্ষেপের প্রতি, আমার চলার পথে শত্রুরা গোপনে পেতেছে ফাঁদ।


যখন ঈশ্বরের কথা আমি ভাবি তখন জর্জরিত হই দীর্ঘশ্বাসে, যখন স্মরণে জাগে তাঁর কথা গভীর বিষাদে পূর্ণ হয় আমার হৃদয়। সেলা


কিন্তু নিদারুণ মর্মযাতনায় আরও একাগ্র হয়ে যীশু প্রার্থনা করতে লাগলেন। তাঁর ঘাম বড় বড় রক্তের ফোঁটার মত হয়ে মাটিতে পড়তে লাগল।


তাহলে বন্যা আমাদের ভাসিয়ে নিয়ে যেত, আমাদের উপর দিয়ে বয়ে যেত খরস্রোত।


হে প্রভু পরমেশ্বর আমার প্রার্থনা শোন, আমার আবেদন উপনীত হোক তোমার কাছে


পৃথিবীর প্রান্ত থেকে অবসন্ন হৃদয়ে আমি ডাকছি তোমায়, নিয়ে চল আমায় নিরাপদ আশ্রয়ে।


আমি ভয়ে বিপর্যস্ত, কম্পিত কলেবর, মহাত্রাসে আচ্ছন্ন।


হে প্রভু পরমেশ্বর, আমার দিকে ফিরে চাও, কৃপা কর আমায়, বড়ই দুঃখী আমি, নিঃসঙ্গ, নিরুপায়।


তোমরা পাশার দান ফেলে অনাথ আতুরদের ক্রীতদাস কর, লাভের জন্য অন্তরঙ্গ বন্ধুদেরও প্রতারণা কর।


নিশীথে যখন মগ্ন হই ধ্যানে, প্রশ্ন জাগে অন্তরে আমার:


যখন আমি চেয়ে দেখি আমার চারিধারে, দেখি কেউ নেই পাশে আমার যে সাহায্য করে আমায়। আমার নেই কােন আশ্রয় আমায় মমতা করে এমন কেউ নেই আমার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন