Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 142:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কারাগার থেকে মুক্ত কর আমায়, যেন তোমার নামের প্রশস্তি করতে পারি। যেদিন তুমি করবে আমায় পুরস্কৃত, ধার্মিকেরা সেদিন ঘিরে থাকবে আমার চারিদিকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কারাগার থেকে আমার প্রাণকে বের করে আন, যেন আমি তোমার নামের শুকরিয়া করি; ধার্মিকেরা আমার চারদিকে জমায়েত হবে, কেননা তুমি আমার মঙ্গল করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 আমাকে কারাগার থেকে মুক্ত করো, যেন আমি তোমার নামের প্রশংসা করতে পারি। তখন ধার্মিকেরা আমাকে ঘিরে ধরবে কারণ তুমি আমার প্রতি মঙ্গলময়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কারাগার হইতে আমার প্রাণ উদ্ধার কর, যেন আমি তোমার নামের স্তব করি; ধার্ম্মিকেরা আমাকে বেষ্টন করিবে, কেননা তুমি আমার মঙ্গল করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 আমাকে এই ফাঁদ এড়িয়ে যেতে সাহায্য করুন যাতে আমি আপনার নামের প্রশংসা করতে পারি। এবং ভালো লোকরা এসে আমার সঙ্গে উদ্‌যাপন করবে, কারণ আপনি আমায় প্রযত্নে রেখেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কারাগার থেকে আমার প্রাণ উদ্ধার কর, যাতে আমি তোমার নামের ধন্যবাদ দিতে পারি; ধার্ম্মিকেরা আমার চারপাশে থাকবে কারণ তুমি আমার মঙ্গল করবে।

অধ্যায় দেখুন কপি




গীত 142:7
20 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, রক্ষা কর আমার জীবন তোমারই নামের গুণে, তুমি হও আমার পরিত্রাতা, সঙ্কটে কর ত্রাণ।


তিনি নিপীড়িতদের পক্ষে করেন ন্যায়বিচার, আহার তুলে দেন বুভুক্ষুদের মুখে, বন্দীদের দেন মুক্তি।


আমি গাইব প্রভুর স্তবগান, তিনি করেছেন আমার অশেষ কল্যাণ।


দেখ, যাঁরা ধৈর্য ধরে সব কিছু সহ্য করেছেন আমরা তাঁদেরই ধন্য বলে থাকি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনেছ, শেষে প্রভু তাঁর জন্য কি করলেন তাও দেখেছ। প্রভু কত স্নেহশীল ও করুণাময়।


কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুর করাল গ্রাস থেকে মুক্ত করে পুনর্জীবিত করলেন। কারণ তাঁকে কবলিত করার সাধ্য মৃত্যুর ছিল না।


প্রভু পরমেশ্বরের আত্মা অধিষ্ঠিত আমার উপরে, তিনি অভিষিক্ত করেছেন আমায়, প্রেরণ করেছেন, দীনদরিদ্রের কাছে শুভসংবাদ পৌঁছে দিতে, আরোগ্য করে দিতে ভগ্ন হৃদয়ের দুঃখ বেদনা, বন্দীকে শোনাতে মুক্তির বাণী, কারারুদ্ধ মানুষকে শোনাতে কারামুক্তির সুসংবাদ।


যেন আমি সিয়োন কন্যার তোরণে তোরণে গাইতে পারি তোমারই স্তুতিগান যেন পরমানন্দে গাইতে পারি তোমার এই কীর্তিগাথা –তুমি আমায় করেছ পরিত্রাণ।


আমি উচ্চস্বরে আর্তকণ্ঠে প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য ভিক্ষা করি, তাঁর কাছে জানাই কাতর মিনতি।


তোমার এ দাসের কল্যাণ কর, যেন আমি জীবিত থাকি, পালন করতে পারি তোমার উপদেশ।


শান্ত হও হে আমার প্রাণ, কেননা প্রভু পরমেশ্বর করেছেন তোমার অশেষ কল্যাণ।


যারা সম্ভ্রম করে তোমায়, তারা আমাকে দেখে আনন্দিত হবে, কারণ তোমার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা।


প্রভুকে ঘিরেই আমার গর্ব, আমার সকল গান, শুনে হবে সুখী সব অভাজন।


শত্রুর হাতে তুমি দাওনি আমায় তুলে, প্রশস্ত অঙ্গণে আমার চরণে দিয়েছ স্বচ্ছন্দ গতি অবারিত পথে।


আমার শত্রুরা পলায়মান, ধরাশায়ী, বিধ্বস্ত তোমার আবির্ভাবে।


উপকারের বিনিময়ে যারা অপকার করে তারাই আমার বিপক্ষ কারণ আমি চলি সৎপথে।


হে প্রভু পরমেশ্বর, শত্রুদের হাত থেকে উদ্ধার কর আমায়, তোমার কাছেই আমি নিয়েছি আশ্রয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন