Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 142:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 হে প্রভু পরমেশ্বর, তোমারই কাছে আমি কাঁদি আমি বলি, তুমিই আমার আশ্রয় ইহলোকে তুমিই সম্বল আমার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আমি তোমার কাছে কাঁদলাম, হে মাবুদ, আমি বললাম, তুমিই আমার আশ্রয়, তুমি জীবিতদের দেশে আমার অধিকার।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদি, আমি বলি, “তুমিই আমার আশ্রয়, জীবিতদের দেশে তুমিই আমার অধিকার।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আমি তোমার কাছে কাঁদিলাম, হে সদাপ্রভু, আমি কহিলাম, তুমিই আমার আশ্রয়, তুমি জীবিত লোকদের দেশে আমার অধিকার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তাই আমি প্রভুর কাছে উচ্চস্বরে সাহায্য প্রার্থনা করেছিলাম। “প্রভু, আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল। প্রভু আপনিই আমায় বাঁচতে দিতে পারেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমি তোমার কাছে কাঁদলাম, সদাপ্রভুু; আমি বললাম, তুমি আমার আশ্রয়, তুমি জীবিত লোকদের দেশে আমার অংশ।

অধ্যায় দেখুন কপি




গীত 142:5
16 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, আমার যা কিছু সব তোমারই দান, তুমিই জীবন সর্বস্ব আমার, আমার এ জীবন তোমারই নিয়ন্ত্রণে।


প্রভু পরমেশ্বরই আমার সর্বস্ব ধন, তিনিই আমার আশা,আমি তাঁরই পানে চেয়ে থাকি।


হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার সব, তোমার বিধান পালন করার শপথ নিয়েছি আমি।


কিন্তু প্রভু আমার পাসে দাঁড়িয়ে আমাকে শক্তি দিয়েছিলেন যেন তাঁর বাণী আমি সর্বজাতির কাছে সম্পূর্ণভাবে প্রচার করতে পারি। আমি মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছি।


সে প্রভু পরমেশ্বরকে বলে: তুমিই আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, যাঁর উপর আমি করি নির্ভর।


ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয় আমাদের শক্তি ও পরম সহায়। সাহায্যদানে তিনি সদা তৎপর।


কিন্তু আমার বিশ্বাস, এই জীবন কালেই দেখে যাব আমি প্রভুর সাধিত কল্যাণ।


দুর্বল হয়ে পড়েছে আমার দেহমন, তবু ঈশ্বরই আমার শক্তির আধার, সর্বস্ব আমার, চিরদিন! চিরকাল!


মৃত্যুর গ্রাস থেকে তুমি উদ্ধার করেছ আমায়, রক্ষা করেছ পরাজয়ের কবল থেকে। তাই আমি বাস করছি আজ ঈশ্বরের সান্নিধ্যে, জীবনের উদ্ভাসিত জ্যোতির মাঝে।


গীতিকার: সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়। সেলা


উপকারের প্রতিদানে ওরা করেছে আমার অপকার, আমি আজ পরিত্যক্ত, নিমজ্জিত হতাশায়।


এ জগতে চলছে যে অন্যায় অত্যাচার তার কথা আমি ভাবতে লাগলাম, দেখলাম, কাঁদছে দলিত মানুষ, তাদের চোখের জল মুছে দেবার কেউ নেই, কেউ নেই তাদের পাশে দাঁড়াবার, কারণ ক্ষমতা রয়েছে অত্যাচারীর হাতে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন