Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 141:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 ওরা যখন সমর্পিত হবে দণ্ডদাতা বিচারকের হাতে তখন তারা জানবে প্রভু পরমেশ্বরের কথার সত্যতা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 ওদের শাসনকর্তাদের শৈলের পাশে ফেলে দেওয়া হোক, আর ওরা তখন শুনুক, আমার কথা কত মধুর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 যখন তাদের শাসকদের উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করা হবে, দুষ্টরা আমার কথা শুনবে আর তা সঠিক বলে উপলব্ধি করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 উহাদের বিচারকর্ত্তারা শৈলপার্শ্বে নিক্ষিপ্ত হইল; লোকেরা আমার বাক্য শুনিবে, কেননা তাহা মধুর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 ওদের শাসকদের শাস্তি পেতে দিন। তখন লোকে জানতে পারবে আমি সত্য বলেছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তাদের বিচারকর্তাদের ওপর থেকে খাড়া বাঁধের ওপর ছুঁড়ে ফেলা হল; লোকেরা আমার মধুর বাক্য শুনবে।

অধ্যায় দেখুন কপি




গীত 141:6
12 ক্রস রেফারেন্স  

আরও দশ হাজার সৈন্যকে বন্দী করে নিয়ে গেলেন সেলা নগরের পর্বতের চূড়ায়। সেখান থেকে তাদের নীচে ফেলে দেওয়া হয়, তারা সকলে মারা গেল।


(হে রাজন,) সুন্দরতম তুমি মানবকুলে, মধুর তোমার মুখের বাণী তাই তুমি চিরধন্য বিধাতার আশীর্বাদে।


তারপর তিনি সমবেত ইসরায়েলী জনগণের কাছে ঘোষণা কলেন, তোমরা যদি সম্মতি দাও এবং এ যদি আমাদের প্রভু পরমেশ্বরের অভিপ্রেত হয়, তাহলে, ইসরায়েল দেশের নানা জায়গায় আমাদের বাকী সমস্ত স্বজাতির কাছে এবং সমস্ত নগরের পুরোহিত ও লেবীয়দের কাছে সংবাদ পাঠিয়ে সকলকে আমাদের কাছে এসে একত্র হতে বলি।


যুদ্ধের জন্য প্রস্তুত এই সৈনিকেরা দাউদকে ইসরায়েলীদের রাজপদে প্রতিষ্ঠিত করার দৃঢ় সঙ্কল্প নিয়ে হিব্রোণে গেলেন। বাকী সমস্ত ইসরায়েলীও দাউদকে তাদের রাজা করার জন্য ঐক্যবদ্ধ হল।


ঈশ্বর যাঁকে মহান করেছিলেন, যাকোবের ঈশ্বর যাঁকে রাজারূপে অভিষিক্ত করেছিলেন, ইসরায়েলের জন্য যিনি সুমধুর গীতসংহিতা রচনা করেছিলেন, যেশির পুত্র সেই দাউদের শেষ কথা :


সকলে তাঁর কথা শুনে প্রশংসা করতে লাগল এবং তাঁর মুখনিঃসৃত মধুর ভাষণে সকলে বিস্মিত হয়ে বলল, এ যোষেফের পুত্র না?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন