Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 141:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 সজ্জন আমায় প্রহার করুক, করুক ভর্ৎসনা, সে হবে পরম সৌভাগ্য আমার, কিন্তু দুর্জনের তৈলে আমার মস্তক যেন না হয় অভিষিক্ত, তাদের দুষ্কর্মের বিরুদ্ধেই আমার নিরন্তর প্রার্থনা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 ধার্মিক লোক আমাকে প্রহার করুক, বিশ্বস্ত লোক আমাকে সংশোধন করুক, দুষ্টদের তেল আমাকে অভিষেক না করুক, কেননা সব সময় আমার মুনাজাত তাদের নাফরমানী কাজের বিরুদ্ধতা করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 ধার্মিক ব্যক্তি আমাকে আঘাত করুক—তা আমার জন্য কৃপা; সে আমাকে তিরস্কার করুক—তা আমার মাথার তেল। আমার মাথা তা অগ্রাহ্য করবে না, কারণ অনিষ্টকারীদের দুষ্কর্মের বিরুদ্ধে আমি নিত্য প্রার্থনা জানাব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 ধার্ম্মিক লোক আমাকে প্রহার করুক, সেটী দয়া; সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল; আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক, উহাদের দুষ্টতাসমূহের মধ্যেও আমি প্রার্থনা করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 একজন সৎ‌ লোক আমার ভুল সংশোধন করিয়ে দিতে পারে। সেটা তারই দয়া। আপনার অনুগামীরা আমার সমালোচনা করতে পারে। সেটা ওদের পক্ষে ভালো কাজ হবে; তাও আমি মেনে নেবো। কিন্তু মন্দ লোকরা যে সব মন্দ কাজ করে তার বিরুদ্ধে আমি সর্বদাই প্রার্থনা করবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 ধার্মিক লোক আমাকে আঘাত করুক, এটা আমার কাছে দয়া হবে সে আমাকে উপযুক্ত করুক, এটা আমার মাথার তেল হবে; আমার মাথা তা নিতে অস্বীকার না করুক, কিন্তু আমার প্রার্থনা সব দিন দুষ্টদের কাজের বিরুদ্ধে।

অধ্যায় দেখুন কপি




গীত 141:5
23 ক্রস রেফারেন্স  

মূর্খের প্রশস্তি শোনার চেয়ে জ্ঞানবানের তিরস্কার সহ্য করা ভাল।


আমি যাদের ভালবাসি তাদের শাসন ও সংশোধন করি। সুতরাং সচেষ্ট হও, মন পরিবর্তন কর।


বন্ধুগণ, কারো অপরাধ যদি ধরা পড়ে, তোমরা যারা আধ্যাত্মিকভাবাপন্ন, তাকে সহৃদয়ভাবে সংশোধন কর। প্রত্যেকে নিজের দিকে দৃষ্টি রাখ, তোমরাও প্রলুব্ধ হতে পার।


উপদেশ যে শোনে তার কাছে অভিজ্ঞ ব্যক্তির সাবধানবাণী সোনার অলঙ্কারের চেয়েও মূল্যবান।


উদ্ধত লোককে দণ্ড দাও, যেন অজ্ঞ লোকেরা তা দেখে শিক্ষা পায়। বুদ্ধিমান লোককে ভর্ৎসনা করলে সে জ্ঞান লাভ করে।


নির্বোধ পিতার উপদেশ অগ্রাহ্য করে, কিন্তু বুদ্ধিমান গ্রহণ করে সেই উপদেশ।


অমৎসিয় তাঁকে বাধা দিয়ে বললেন, কবে থেকে তোমায় রাজার পরামর্শদাতা নিযুক্ত করা হয়েছে? চুপ কর, নইলে তোমাকে হত্যা করব।নবী চুপ করলেন ঠিকই কিন্তু তার আগে বললেন, এবার বুঝেছি ঈশ্বর আপনাকে ধ্বংস করেত মনস্থ করেছেন, তাই আপনি এইসব কাজ করছেন এবং আমার পরামর্শ অবজ্ঞা করছেন।


কারণ সেই আদেশ প্রদীপ ও সেই শিক্ষা আলোক স্বরূপ, শিক্ষামূলক অনুযোগ জীবনের পথ নির্দেশ করে।


যারা সৎ, চিত্ত যাদের ন্যায়নিষ্ঠ হে প্রভু পরমেশ্বর, তোমার অনুগত যারা, তাদের মঙ্গল কর তুমি।


হে ঈশ্বর, তোমার মঙ্গল ইচ্ছায়, সিয়োনের কল্যাণ সাধন কর তুমি, আবার গড়ে তোল জেরশালেমের ভগ্ন প্রাচীর।


আমার শত্রুর সামনে তুমি আমারই জন্য করেছ আয়োজন মহোৎসবের, তৈলে অভিষিক্ত করেছ আমার শির, উচ্ছলিত পানপাত্র আমার।


কিন্তু আমি তোমাদের বলছি, শত্রুদেরও ভালবাসো, আর যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো।


সুমন্ত্রণার অভাবে অনেক পরিকল্পনা ব্যর্থ হয়, উপযুক্ত মন্ত্রণায় সেগুলি হয় সার্থক।


তোমরা নিজের ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে না। তোমাদের প্রতিবেশীর কৃত অন্যায়ের জন্য তোমরা অবশ্যই তাদের র্ভৎসনা করবে। তা না হলে তোমরা তাদের পাপের ভাগী হবে।


যে শাসন ভালবাসে সে জ্ঞানের অনুরাগী, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে মূর্খ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন